Loading..

উদ্ভাবনের গল্প

২৮ ফেব্রুয়ারি , ২০২৪ ০৭:০২ অপরাহ্ণ

উদ্ভাবনের গল্পঃ "মাটি দিয়ে কারচিহ্ন ও বর্ণ বানাই, মনের আনন্দে মেলা সাজাই "

উদ্ভাবনের গল্পঃ "মাটি দিয়ে কারচিহ্ন ও বর্ন বানাই, মনের আনন্দে মেলা সাজাই "
উদ্ভাবকঃ স্মৃতি রানী দে, প্রধান শিক্ষক, কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাজনগর, মৌলভীবাজার।
শিক্ষার্থীদের মাটি দিয়ে কারচিহ্ন ও বাংলা  বর্ন তৈরি করে  বিদ্যালয়ে মেলা সাজাতে দেওয়া হবে। শিক্ষক মেলা পরিদর্শন করবেন। শিক্ষার্থীদের কারচিহ্ন ও কারচিহ্ন দিয়ে শব্দ পড়তে দিবেন। যে শিক্ষার্থী কারচিহ্ন সাবলীলভাবে ও কারচিহ্ন দিয়ে শব্দ পড়ে শুনাতে পারবে সে পুরস্কার হিসাবে পাবে একটি কলম। এভাবে শিক্ষার্থীদের মধ্যে খেলার ছলে সাবলীলভাবে  কারচিহ্ন  ও কারচিহ্ন ও বর্ন  দিয়ে শব্দ তৈরি করে পড়তে পারবে। মাটি দিয়ে কারচিহ্ন ও বাংলা বর্ন তৈরির মাধ্যমে শিক্ষার্থীরা সৃজনশীল কাজের সুযোগ পাবে।

আরো দেখুন