Loading..

উদ্ভাবনের গল্প

০১ মার্চ, ২০২৪ ১১:১২ অপরাহ্ণ

যেখানেই যা লেখা দেখি,এসো পড়ারচেষ্টা করি।

আমার উদ্ভাবনী আাইডিয়া ---যেখানেই যা লেখা দেখি,এসো পড়ারচেষ্টা করি।

আমি মনিকা আক্তার, সহকারী শিক্ষক।।। 

আমি আমার বিদ্যালয়ের শিক্ষার্থীদের উন্নয়নে নতুন নতুন কৌশল অবলম্বন করি।।।আমি শিক্ষার্থীদের পঠন দক্ষতা বৃদ্ধির জন্য ওদেরকে বলি তোমরা রাস্তা দিয়ে ষাওয়ার সময় লেখা দেখলে,ষেকোন সদাই আনলে সেই প্যাকেটের লেখা,কোন পেপার কাটিং দেখলে তা পড়তে বলি এবং তার মা,বাবা ও ভাই বোনদের শুনাতে বলি এবং শ্রেণিকক্ষে তাদের জিজ্ঞেস করি।।পরপর কয়েকদিন করার পর দেখলাম তাদের বেশ সাড়া পাচ্ছি।।। আলহামদুলিল্লাহ যে শিক্ষার্থী ভালো করে পরতে পারতো না, সেও বেশ ভালো পড়ছে।।এতে মনের অজান্তেই তাদের পঠন দক্ষতা বৃদ্ধি পাচ্ছে।। আমার মনে হয়, এ আাইডিয়া দিয়ে আমরা আমাদের শিক্ষার্থীদের এগিয়ে নিয়ে যেতে পারি।। 

আরো দেখুন