Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

০২ মার্চ, ২০২৪ ০৬:২৪ অপরাহ্ণ

বৈদ্যুতিক তার ও ক্যাবলের

            তার : 

  1. * তারের উপর ইনসুলেশন থাকতে পারে, আবার নাও থাকতে পারে ।
  2. * তার সাধারণত কম কারেন্ট গ্রহণ করতে পারে।
  3. * তার সাধারণত ওভারহেড লাইনে, আর্থিং, গাই,
  4. মোটর, ট্রান্সফরমার, ইলেকট্রিক কয়েল, হীটিং কয়েল এবং ডায়নামো ইত্যাদিতে ব্যবহার করা হয়।
  5. * তার সাধারণত নিম্ন ও মাঝারী ভোল্টেজ সরবরাহের ক্ষেত্রে ব্যবহৃত হয় ।
  6. * তার সাধারণত এক খেই বা স্ট্যান্ডেড হতে পারে।
            ক্যাবল :
  1. * ক্যাবলের উপর অবশ্যই ইনসুলেশন থাকবে ।
  2. * ক্যাবল তুলনামুলকভাবে উচ্চ কারেন্ট বহন করতে পারে ।
  3. * ক্যাবল সাধারণত আন্ডার গ্রাউন্ড ও ওভারহেড লাইনে ব্যবহার হয়ে থাকে।
  4. * ক্যাবল সাধারণত মাঝারি ও উচ্চ ভোল্টেজ সরবরাহের ক্ষেত্রে ব্যবহৃত হয়।
  5. * ক্যাবল সাধারণত বহু খেই বা স্ট্যান্ডেড হতে পারে।

আরো দেখুন