Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

০৪ মার্চ, ২০২৪ ১২:০৫ অপরাহ্ণ

এসটিপি পেয়ার ক্যাবল

ট্যুইস্টেড পেয়ার ক্যাবলে একসাথে কয়েক জোড়া ক্যাবল পাকানাে অবস্থায় থাকে যার মধ্য দিয়ে ডাটা সিগন্যাল প্রবাহিত হয়। এ ধরনের ক্যাবলই সাধারণত টেলিকমুনিকেশনের জন্য ব্যবহৃত হয়। 

তামার তার একটি আরেকটির কাছে থাকলে একটির সিগন্যাল আরেকটির সিগন্যালকে প্রভাবিত করে যাকে বলা হয় ক্রসটক (cross-talk)। ক্রসটক এবং অন্যান্য ইন্টারফের‌্যান্স কমাতে তারগুলিকে পাকানাে হয়। তারকে পাকানাে হলে একটির সিগন্যাল আরেকটির সিগন্যালকে নিউট্রাল করে দেয়।

টুইস্টেড পেয়ারে কালার কোডিং ব্যবহৃত হয় এবং প্রতিটি তারে একটি করে ইনসুলেশন বা আচ্ছাদন থাকে। এসব আচ্ছাদিত তারকে ট্যুইস্ট করা বা পাকানাে হয়। পাকানাে তারের জোড়কে আবার প্লাস্টিক জ্যাকেটে মােড়ানাে হয় সুরক্ষিত করার জন্য।

ট্যুইস্টেড পেয়ার ক্যাবল দু'ধরনের হয়ঃ-

  1.  শিল্ডেড ট্যুইস্টেড পেয়ার (STP) এবং
  2. আনশিল্ডেড ট্যুইস্টেড পেয়ার (UTP)
. শিল্ডেড টুইস্টেড পেয়ার (STP):


শিল্ডেড টুইস্টেড পেয়ার ক্যাবলে প্রতিটি টুইস্ট জোড় থাকে একটি করে শিল্ড বা শক্ত আচ্ছাদনের ভেতর। এর ফলে সেই তার অনেক সুরক্ষিত এবং ইলেট্রিক ইন্টারফের‌্যান্স অনেক কম হয়। এই শিল্ড সাধারণত এলুমিনিয়াম/পলিয়েস্টারের হয়ে থাকে। প্রতিটি শিল্ডেড পেয়ার আবার প্লাস্টিক জ্যাকেটের মাঝে থাকে।

শিল্ডের কারণে STP ক্যাবল EMI এফেক্টের শিকার হয় না বা এই প্রভাব কমে যায়। যদি শিল্ডিং ঠিকমতাে গ্রাউন্ডের সাথে যােগ (grounding) করা হয় তাহলে এখান থেকে কোনাে সিগন্যাল বাইরে যেতে কিংবা বাইরে থেকে কোনাে সিগন্যাল এর ভেতর আসার সম্ভাবনা থাকে না। এ কারণে STP ক্যাবল লােকাল এরিয়া নেটওয়ার্কের জন্য বেশ উপযােগী।


শিল্ডেড ট্যুইস্টেড পেয়ার ক্যাবলের বৈশিষ্ট্য:


  • STP ক্যাবলের মূল্য UTP এবং থিন কোএক্সিয়াল ক্যাবলের চেয়ে বেশি, কিন্তু ফাইবার অপটিক কিংবা থিক কোএক্সিয়াল ক্যাবলের চেয়ে কম।
  • বিশেষ ধরনের কানেক্টর ব্যবহার করতে হয় বলে ইউটিপি’র চেয়ে STP ক্যাবল ব্যবহারে অসুবিধা দেখা দেয়। প্রতিটি কানেক্টরে অবশ্যই একটি করে ইলেকট্রিক গ্রাউন্ড তৈরি করতে হবে। STP ক্যাবল পুরু ও শক্ত (প্রায় ১.৫ ইঞ্চি ডায়ামিটার) হওয়ায় এটি নাড়াচাড়া করা অসুবিধাজনক।
  • STP ক্যাবলে কয়টি নােড বা ডিভাইস যােগ করা যাবে তা নির্ভর করে এর সাথে যুক্ত হাবের উপর। হাবের পােট সংখ্যা যত বেশি হবে তত বেশিসংখ্যক ডিভাইস যােগ করা যায়। STP ক্যাবলে তৈরি  টোকেন রিং নেটওয়ার্কে একটি রিঙে সর্বোচ্চ ২০০ ওয়ার্কস্টেশন যুক্ত হতে পারে। 
  • শিল্ড ব্যবহার করা হলেও STP ক্যাবলে এটেনুয়েশন যে খুব বেশি কমে তা নয়, এতে সর্বােচ্চ ১০০ মিটার দৈর্ঘ্যের ক্যাবল কোনাে রিপিটার ছাড়াই ব্যবহার করা যেতে পারে।
  • STP’র বড় সুবিধা হলাে এতে EMI হ্রাস পায়, তবে EMI পুরাে দূর হয় না। সেকারণে এটিও কোএক্সিয়াল ক্যাবলের মতাে ইভসড্রপিঙের শিকার হতে পারে।

আনশিল্ডেড টুইস্টেড পেয়ার (UTP):

আনশিল্ডেড টুইস্টেড পেয়ার ক্যাবলে পেয়ারের বাইরে অতিরিক্ত কোনাে শিল্ডিং থাকে না, কেবল সবকটি পেয়ারের বাইরে থাকে প্লাস্টিক জ্যাকেট। আনশিল্ডেড টুইস্টেড পেয়ার বা UTP ক্যাবল সাধারণত টেলিফোন সিস্টেমে ব্যবহৃত হয়।

আরো দেখুন