Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

০৪ মার্চ, ২০২৪ ১২:০৯ অপরাহ্ণ

UTP ক্যাবল

                        UTP ক্যাবলের বৈশিষ্টসমূহ :


  • ১) ক্যাটাগরি ৫ UTP ক্যাবল ছাড়া অন্য সবকটি UTP ক্যাবলের ইনস্টলেশন খরচ খুবই কম। 

  • ২) UTP ক্যাবল ইনস্টল করা বেশ সহজ। টেলিফোন সিস্টেমের জন্য এই ক্যাবল ব্যবহার করা হয় বলে অনেকেই এর ইনস্টলেশনের ব্যাপারে সাহায্য করতে পারে। 

  • ৩) বর্তমানে UTP ক্যাবল ব্যবহার করে ব্যান্ডউইডথ ১ থেকে ১৫৫ এমবিপিএস পর্যন্ত পেতে পারি। একটি ক্যাবল সেগমেন্টের সর্বোচ্চ দৈর্ঘ্য হতে পারে ১০০ মিটার বা ৩২৮ ফুট। এ ধরনের ক্যাবলে বেশিরভাগ নেটওয়ার্কের গতিই ১০ এমবিপিএস।

  • ৪) এক টুকরাে UTP ক্যাবল ব্যবহার করে দু’প্রান্তে কেবল দুটো ডিভাইস যােগ করা যেতে পারে। তাই এ ধরনের নেটওয়ার্কে কনসেনট্রেটর বা হাব দিয়ে স্টার টপােলজি ব্যবহার করা হয়। এ নেটওয়ার্কে কয়টি নােড বা ডিভাইস যুক্ত হতে পারবে তা নির্ভর করে হাবের পাের্ট সংখ্যার উপর। ইচ্ছে করলে একাধিক হাব ব্যবহার করা যেতে পারে। ইথারনেট নেটওয়ার্কে একটি কলিশন ডােমেইনে নােড বা ডিভাইসের সংখ্যা হতে পারে ৭৫; তবে সর্বোচ্চ ১০২৪ টি নােডের বেশি ব্যবহার করতে পারবেন না। 

  • ৫) UTP ক্যাবলেও এটেনুয়েশন রয়েছে, আর তাই এর দূরত্ব ১০০ মিটার পর্যন্ত সীমাবদ্ধ। 

  • ৬) UTP ক্যাবলে EMI প্রভাব খুব বেশি। টুইস্টের ফলে ক্রসটক কমলেও EMI -এর ব্যাপারে তেমন সুবিধা নেই। EMI প্রবল বলে এটি ইভসড্রপিঙেরও শিকার।

আরো দেখুন