Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

০৪ মার্চ, ২০২৪ ১২:১১ অপরাহ্ণ

টুইস্টেড পেয়ার ক্যাবল ( জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস-২)
গঠনঃ
১।দুটি পরিবাহী তারকে সুষমভাবে পেচিয়ে টুইস্টেড পেয়ার ক্যাবল তৈরি করা হয়।
২।মোট চার জোড়া তার ব্যাবহার করা থাকে।
৩। প্রতি জোড়া তারের মাঝে একটি কমন রঙ থাকে, বাকি তার গুলি ভিন্ন ভিন্ন রঙের হয়ে থাকে।
সুবিধাঃ
১।এটি সব থেকে কম ব্যয়বহুল
২।সহজে স্থাপন করা যায়।
অসুবিধাঃ
১। ১০০ মিটারের বেশি দুরত্বে ডাটা প্রেরন করা যায় না।
২। পাতলা তাই সহজে ছিঁড়ে যায়।

আরো দেখুন