Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

১৩ মার্চ, ২০২৪ ১১:৫৯ পূর্বাহ্ণ

সেশন- 1 : খেলতে খেলতে শ্রেণিতে ভ্রমণ-২

রান্না করার সময় আগে চুলা জ্বালাতে হয়, তারপর হাাঁড়ি বসাতে হয়, তারপর সেই হাাঁড়িতে কিছু একটা রান্না

করা হয়। আবার বাড়িতে হারমোোনিয়াম বাজানোোর সময় কিন্তু ধাপে ধাপে একটার পর একটা চাবিতে চাপ

দিতে হয়, তা না হলে তোো ঠিক সুরটাই বেজে উঠবে না। আবার রাস্তায় যে রিকশা চলে, তাতেও কিছু ধাপ

আছে। রিকশা চালানোোর জন্য প্রথমে রিকশার হাতল ধরেন রিকশাচালক। তারপর রিকশায় বসেন, তারপর

রিকশার প্যাডেল ঘোোরান ইত্্যযাদি। তাহলে আমরা দেখি যে, আমাদের জীবনের প্রতিটা কাজই নির্্দদিষ্ট ধাপ মেনে

হয়ে থাকে। একে কম্পিউটারের ভাষায় কী বলে অ্্যযালগরিদম। আমাদের চারপাশে সবকিছু লক্ষষ্য করলেই

আমরা তা বুঝতে পারবো�ো। আমাদের শুধু সবকিছু কীভাবে একটার পর একটা হচ্ছে তা বুঝতে হবে। তাহলে

অ্্যযালগরিদম আমরা বুঝতে পারবো�ো।

আরো দেখুন