Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

১৫ মার্চ, ২০২৪ ০৮:৫৯ পূর্বাহ্ণ

পিএইচডি ডিগ্রী অর্জনের জন্য ডাক মোঃ আতিকুর রহমান সুম

যুক্তরাষ্ট্রের প্রাণকেন্দ্রে অবস্থিত মিসৌরি স্টেটের কানসাস সিটির স্বনামধন্য বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অফ মিসৌরি থেকে এই বছর পূর্ণ বৃত্তি নিয়ে পিএইচডি ডিগ্রী অর্জনের জন্য ডাক পেয়েছেন সুনামগঞ্জ সদর উত্তরের জাহাঙ্গীরনগর গ্রামের প্রয়াত শিক্ষক আব্দুর রহমান মাস্টারের ছোট ছেলে মোঃ আতিকুর রহমান সুমন । এই বৃত্তির আওতায় তিনি মিসৌরি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল ও কম্পিউটার প্রকৌশল এবং রসায়নের উপর সমন্বিত পিএইচডি ডিগ্রী সম্পন্ন করতে পারবেন । এছাড়াও এই বিশ্ববিদ্যালয়ে গবেষণা সহযোগী হিসেবে ন্যানো মেটেরিয়ালস এবং সৌর প্রযুক্তি নিয়ে কাজ করার সুযোগ পাবেন । মো. আতিকুর রহমান সুমন ২০১৫ সালে নারাণতলা মিশন উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন এবং ২০১৭ সালে জিপিএ ৫ নিয়ে নটরডেম কলেজ ময়মনসিংহ থেকে এইচ এস সি পাশ করেন। পরে ২০১৮ সালে ভর্তি হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তড়িৎ প্রকৌশল বিভাগে । সেখান থেকে স্নাতক সম্পন্ন করে বর্তমানে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েটে) গবেষণার কাজ করছেন স্নাতকোত্তর শিক্ষার্থী হিসেবে । এর আগেও তিনি বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের একটি গবেষণা প্রকল্পে কাজ করেছেন । পাশাপাশি আমেরিকার কপিন স্টেট ইউনিভার্সিটির একদল গবেষকের সাথে ন্যানোটেকনোলজি নিয়ে ভার্চুয়ালি কাজ করছেন সুমন। তার ১০ টিরও অধিক গবেষণা রিপোর্ট বিভিন্ন আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে । " Low Dimentional Halide Perovskite for Solar Cell Applications" নামক বইয়ের একটি চ্যাপ্টার ও লিখেছেন তিনি। এসব কারনে অর্জন করেছেন দেশি বিদেশি অনেক পুরস্কার। কনিষ্ঠ গবেষক হিসেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে পেয়েছেন সম্মাননা

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি