Loading..

উদ্ভাবনের গল্প

১৬ মার্চ, ২০২৪ ১২:৫৬ অপরাহ্ণ

ক্ষুদে লেখক

উদ্ভাবনের গল্পের নাম ঃ ক্ষুদে লেখক

উপস্থাপন ও বাস্তবায়নে ঃ পপি মন্ডল, প্রধান শিক্ষক

১০৮নং কবিরাজবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়

নাজিরপুর, পিরোজপুর।

উদ্দেশ্যে ঃ  শিক্ষার্থীদের লেখার দক্ষতাবৃদ্ধি ও কল্পনাশক্তির বিকাশ সাধন।

বাস্তবায়ন কৌশল ঃ  সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে জাতীয় দিবসস্মূহ উদযাপিত হয়। এ দিবসগুলোকে সামনে রেখে শিক্ষার্থীদের দিয়ে জাতীয় দিবস সম্পর্কিত বিষয় নিয়ে প্রতি বৃহস্পতিবার  শেষে পিড়িয়ডে সকল শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীদের নিয়ে দিবসটি নিয়ে আলোচনা করেন এবং জাতীয় দিবস সম্পর্কিত পাঠসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং ছবি অংকন অনুশীলনসহ ছড়া, কবিতা, রচনা লেখায় উতসাহিত করা হয়। পরের সপ্তাহে শিক্ষার্থীদের এ সংক্রান্ত বাড়ির কাজগুলো শ্রেণি শিক্ষকের কাছে জমা দিতে বলা হয়। শ্রেণিশিক্ষকগন লেখা ও ছবি দেখে প্রয়োজনে ফিডব্যাক দেন।প্রশি একজন সহ। শিক্ষককে দায়িত্ব দেন। তিনি শিক্ষার্থীদের রঙিন কাগজের সাইজ কাটায় ও আর্টপেপারে লেখাগুলো লাগাতে সহযোগীতা করবেন। এভাবে শিক্ষার্থীদের দ্বারা তৈরি দেয়াল পত্রিকা অনুষ্ঠানের দিন উন্মোচন করা হয়। শিক্ষার্থীগন যখন তাদের নাম, শ্রেণি, রোলসহ লেখা পড়ে তখন তারা খুবই উজ্জীবিত হয়।

ফলাফল : ক্ষুদে শিক্ষার্থীদের কল্পনাশক্তি ও সৃজনশীলতা বিকাশ ঘটে।

আরো দেখুন