Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

১৬ মার্চ, ২০২৪ ০৪:২১ অপরাহ্ণ

ডলুরা গণকবর শহীদ মুক্তিযোদ্ধার গণসমাধি

ডলুরা গণকবর বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নিহত আটচল্লিশজন শহীদ মুক্তিযোদ্ধার গণসমাধি

নিজস্ব প্রতিবেদক :বাংলাদেশ ভারত আমত্মঃ সীমানার সংলগ্ন, এই উপজেলার সীমান্তে ৪৮ জন মহান শহীদ মুক্তি যোদ্ধার স্মৃতি বিজড়িত স্থান। ১৯৭১ সনে স্বাধীনতা যুদ্ধে শহীদদের মাজার এখানে। এরপার্শ্বে এখানে নৈসর্গিক শোভা অতীব মনোরম চলতি নদীর তীর এবং উত্তর পশ্চিম এলাকার মনোরম প্রাকৃতিক দৃশ্য সম্বলিত পাহাড় যুগযুগ ধরে মানুষকে ইতিহাসের দিকে টেনে নেয়।এখানে শায়িত মুক্তি যোদ্ধারা হলেন,মোঃ মন্তাজ মিয়া (আনসার), মোঃ আলা উদ্দিন, মোঃ রহিম বক্স (হাবিলদার), মোঃ জবান আলী, মোঃ তাহের মিয়া, মোঃ আব্দুল হক, মোঃ মজিবুর রহমান, মোঃ নূরুল ইসলাম, মোঃ আব্দুল করিম, মোঃ সরুজ মিয়া,মোঃ ওয়াছিদ আলী, মোঃ সাজু মিয়া  (সাকু), মোঃ ধনু মিয়া, মোঃ ফজলুল হক, মোঃ শামছুল হক, মোঃ জয়নাল আবেদীন, মোঃ মরম আলী, মোঃ আব্দুর রহমান, মোঃ কেন্তু মিয়া, মোঃ মোস্তফা মিয়া, মোঃ আব্দুস সাত্তার মিয়া, মোঃ আজমান আলী, মোঃ সিরাজ মিয়া, মোঃ সমছু মিয়া, মোঃ তারা মিয়া, মোঃ আবেদ আলী, মোঃ আতাহার আলী, মোঃ লাল মিয়া, মোঃ চান্দ মিয়া, মোঃ সমুজ আলী, মোঃ সিদ্দিকুর রহমান, মোঃ ধানু মিয়া, মোঃ মন্নাফ মিয়া, মোঃ রহিম মিয়া, আলী আহমদ, মোঃ সিদ্দিক  আলী, মোঃ এ বি সিদ্দিক, মোঃ ছায়েদুর রহমান, মোঃ রহমত আলী, মোঃ হামিদ খান (ইপিআর), মোঃ আঃ সিদ্দিক, মোঃ আব্দুল খালেক, যোগেন্দ্র নাথ, শ্রীকান্ত দাস, হরলাল দাস, অধীর দাস, অরবিন্দু রায়, কবিন্দ্র দাস। গণসমাধিটি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণে সরকারি পাশাপাশি স্থানীয় বহু ব্যক্তিবর্গের অসামান্য অবধান রয়েছে, যাঁদের নাম চির ভাস্বর মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান জজ মিয়া, বীর মুক্তিযোদ্ধা মধু মিয়া, বীর মুক্তি যোদ্ধা খোকা মিয়া, মোঃ শফিকুর রহমান মধু মিয়া প্রমূখ।

প্রতি বছর প্রশাসনের আয়োজনে ডলুরা শহীদ মিনারে যথাযোগ্য মর্যাদায় জাতীয় স্বাধীনতা দিবস ও বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্টানে প্রশাসনিক কর্মকর্তা বৃন্দ,স্থানীয় বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী এবং সুশীল সমাজের প্রতিনিধিবর্গ উপস্থিত থাকেন।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি