Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

১৭ মার্চ, ২০২৪ ০৪:৩১ অপরাহ্ণ

টোষ্টার কি এর ব্যবহার
টোস্টার কাকে বলে
একটি টোস্টার হল একটি ছোট বৈদ্যুতিক যন্ত্র যা উজ্জ্বল তাপ ব্যবহার করে বাদামী টুকরা করা রুটিকে টোস্টে পরিণত করে । এটিতে সাধারণত এক বা একাধিক স্লট থাকে যার মধ্যে রুটি ঢোকানো হয় এবং গরম করার উপাদানগুলি, প্রায়শই নিক্রোম তার দিয়ে তৈরি, তাপ উৎপন্ন করে এবং রুটিটিকে পছন্দসই স্তরে টোস্ট করে


টোস্টার ব্যবহারের নিয়ম



১. বাজারে বিভিন্ন সাইজের এবং বিভিন্ন প্রকার টোস্টার পাওয়া যায়। এগুলোতে পাউরুটি রাখার পরিমাণও ভিন্ন হয়। আপনার টোস্টারটিতে দুটি, তিনটি, চারটি কিংবা যতটি পাউরুটি রাখা যায় ঠিক ততটিই রাখবেন। এর বেশি রাখতে যাবেন না।
২. টোস্টারের ভেতরে পাউরুটি দেওয়ার পর বৈদ্যুতিক সংযোগ দিতে হবে। টোস্টারটিতে বৈদ্যুতিক সংযোগ দেওয়ার পর টোস্ট করার জন্য টোস্টারের কাছেই থাকতে হবে। কোথাও যাওয়া যাবে না।
৩. এরপর পাউরুটিতে প্রয়োজনীয় কালার আসার জন্য টাইমার সেট করে দিতে হবে। টাইমার সেট করে দেয়ার পর এর নফটি নিচের দিকে টেনে দিতে হবে। টোস্টার ব্যবহার করা একটু বিপজ্জনক। তাই সাবধানতা অবলম্বন করতে হবে।
৪. টাইমার সেট করার পর অপেক্ষা করতে হবে। টোস্ট করা হয়ে গেলে নফটি স্বয়ংক্রিয়ভাবে ওপরে উঠে আসবে, টোস্টার মেশিনটি বন্ধ হয়ে যাবে এবং টোস্ট করা পাউরুটি বের হয়ে আসবে; যা আপনার পরিবেশন করার জন্য প্রস্তুত।


যেভাবে টোস্টার মেশিনের যত্ন নেবেন



১. টোস্ট করার পর টোস্টার মেশিনটি পরিস্কার করার জন্য অবশ্যই বৈদ্যুতিক সংযোগটি বিচ্ছিন্ন করে দিতে হবে এবং মেশিনটি ঠান্ডা করে নিতে হবে।
২. টোস্টারের ভেতরে যদি পাউরুটির টুকরো আটকে যায় তা কোনো ধারালো কিংবা ছুঁচালো অস্ত্র দিয়ে বের করবেন না। এতে ভেতরের অংশের ক্ষতি হতে পারে। তাই জমে থাকা পাউরুটির টুকরোগুলো বের করতে টোস্টারটি ওপর করে হালকা করে ঝেড়ে বের করতে হবে।
৩. টোস্টার মেশিনটি ঘন ঘন ব্যবহার করা হলে সপ্তাহে অন্তত একবার পরিস্কার করতে হবে।
৪. টোস্টার মেশিনটি কখনও পানিতে ডুবিয়ে অথবা পানি দিয়ে পরিস্কার করবেন না।
৫. টোস্টারটি পরিস্কার করার জন্য গরম পানিতে লেবুর রস মিশিয়ে ফোম ভিজিয়ে যতটা সম্ভব প্রথমে ভেতরের প্লেটটি মুছে নিতে হবে। একইভাবে বাইরের অংশও পরিস্কার করতে হবে। তারপর শুকনা পরিস্কার কাপড় দিয়ে মুছে নিতে হবে।
৬. পরিস্কার করা হয়ে গেলে একবার বৈদ্যুতিক সংযোগ দিয়ে পরীক্ষা করে নিতে পারেন। এরপর কাপড় দিয়ে মুড়িয়ে যত্নসহকারে রাখতে হবে। এতে টোস্টারটি দ্রুত নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা পাবে।টোস্টার ব্যবহারে সতর্কতা
১. টোস্টার যেহেতু একটি ইলেকট্রিক্যাল জিনিস, তাই এটি ব্যবহারে সতর্ক থাকতে হবে। টোস্টারে টোস্ট করার সময় আশপাশে ছোট শিশু বা যারা টোস্টার মেশিন সম্পর্কে অবগত নয়, তাদের আসতে দেওয়া যাবে না।
২. অবশ্যই টোস্টার ব্যবহারের পর বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করতে হবে। বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন না করে টোস্টারের ভেতরে হাত দেওয়া থেকে বিরত থাকতে হবে।
৩. সর্বোপরি টোস্টার ব্যবহারের আগের অবশ্যই এর সঠিক নিয়ম জেনে নিতে হবে।

আরো দেখুন