Loading..

উদ্ভাবনের গল্প

০৭ এপ্রিল, ২০২৪ ০৭:৫১ অপরাহ্ণ

স্কুলড্রেস পরে পরিপাটি হই, হেসেখেলে সবকিছু শিখবো নিশ্চয়ই

২০২৩ ইং শিক্ষাবর্ষে প্রাক প্রাথমিক ৪+ শ্রেণির শিক্ষার্থীদের শ্রেণি কার্যক্রম  পরিচালনার দ্বায়িত্ব আমি পাই। যা বাংলাদেশে ৩২১৪ টি বিদ্যালয়ে পরীক্ষামূলকভাবে বাস্তবায়নের জন্য এ কার্যক্রম চালু করা হয়েছে।তার মাঝে আমাদের বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম পরিচালনার দ্বায়িত্ব পেয়ে নিজেকে সৌভাগ্য মনে করছি।


আমি প্রাক প্রাথমিক ৪+ শ্রেণির কার্যক্রম পরিচালনা বাস্তবায়ন  করতে গিয়ে অনেক চ্যালেঞ্জ মোকাবেলার সম্মুখীন হয়েছি। তার মাঝে উল্লেখযোগ্য হলো শিক্ষার্থী উপস্থিতি, ১০০% স্কুল ড্রেস নিশ্চিত করণ,শিখনবান্ধব পরিবেশ তৈরি, অভিভাবকদের ইতিবাচক দৃষ্টিভঙ্গি, শিক্ষারথীদের সকল বিষয়ে সক্রিয় অংশগ্রহণ, শিক্ষক সহায়িকা অনুসরণ করে সুন্দর ও আকর্ষণীয় পাঠ উপস্থাপন। 


আমার সর্বোচ্চ চেষ্টা, শ্রম,ঘাম,আন্তরিকতা, সঠিক পৃষ্ঠপোষকতায় ২০২৪ সালে শিক্ষার্থী সংখ্যা বেড়ে হয়েছে ৩১ জন।সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে ধীরে ধীরে সফলতার দাড় প্রান্তে পৌঁছে যাচ্ছি। 


আমার ৩১ জন শিক্ষার্থীর মাঝে ২৬ জন শিক্ষার্থীকে নিজ অর্থায়ণে  স্কুল ড্রেস এবং প্রধান শিক্ষক জনাব নাছিমা খাতুন ম্যাম ৫ টি স্কুল ড্রেস উপহার দেয়ার ১০০% স্কুল ড্রেস নিশ্চিত করি।উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মফিজুর রহমান জিন্নাহ স্যার হতে শিক্ষার্থীরা স্কুল ড্রেস হাতে পেয়ে শিক্ষার্থী ও অভিভাবক ভীষণ আনন্দিত।

আরো দেখুন