Loading..

উদ্ভাবনের গল্প

০৭ এপ্রিল, ২০২৪ ১০:১৫ অপরাহ্ণ

Picture দেখে word শিখি, শিখনফল স্থায়ী করি

আইডিয়ার শিরোনামঃ

Picture দেখে word শিখি

শিখনফল স্থায়ী করি ।


উদ্ভাবকঃ উম্মে কুলছুম

পদবী ও কর্মস্থলঃ সহকারী শিক্ষক, পিয়াইম নাছির উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়,মাধবপুর, হবিগঞ্জ।

 প্রয়োগ প্রনালী:

১ম ও ২য় শ্রেণিতে ইংরেজি ২৬ টি letter দিয়ে word তৈরি শিখতে হয়।তাই শিক্ষার্থী বন্ধুদের শিখনকে সহজ,আকর্ষণীয় ও স্থায়ী করার লক্ষ্যে আমার উদ্ভাবনী কার্যক্রম "ছবি দেখে Word শিখি,শিখনফল স্থায়ী করি"।একটি letter দিয়ে একটি word যুক্ত Picture কার্ড তৈরি করে মোট ২৬ টি picture কার্ড তৈরি করতে হবে।Picture কার্ডগুলো হবে রঙিন ও আকর্ষণীয়।তারপর সবগুলো কার্ড দিয়ে শ্রেণিকক্ষে একটি বোর্ড সাজাতে হবে।

সুবিধা :

Picture যুক্ত Word দেখে শিক্ষার্থী বন্ধুরা শিখনে মনোযোগী হবে।

 রঙিন ছবির মাধ্যমে শব্দ শিখতে আগ্রহী হবে।

Picture যুক্ত word গুলো শ্রেণিতে শিক্ষার্থীদের সামনে থাকার কারণে অবসর সময়েও তারা দেখে শিখতে পারবে।

পারগ শিক্ষার্থী যেকোনো সময় দূর্বল শিক্ষার্থীকে শিখনে সাহায্য করতে পারবে।

 কে কত কম সময়ে কত বেশি শব্দ শিখতে পারে এ মনোভাবের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি হবে।

রঙিন ও আকর্ষণীয় picture কার্ড দেখে শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীল মনোভাব গড়ে উঠবে।

সবশেষে, শিক্ষার্থীর শিখন সহজ ও  শিখনফল স্থায়ী হবে।


আরো দেখুন