Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

০৮ এপ্রিল, ২০২৪ ০১:১৩ অপরাহ্ণ

অয়েল সার্কিট ব্রেকারে ব্যবহৃত তেলের গুণাগুণ ( নবম শ্রেণী)

অয়েল সার্কিট ব্রেকারে ব্যবহৃত তেলের গুণাগুণ

অয়েল সার্কিট ব্রেকারে ব্যবহৃত তেল সার্কিট ব্রেকারের অপারেশন ও ক্যাপাসিটি বৃদ্ধিতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ তেলের যে সমস্ত গুণাবলী থাকা আবশ্যক সেগুলো হলো–
(১) প্রয়োজনীয় ডাই-ইলেকট্রিক শক্তি থাকা আবশ্যক।
(২) তেলের ফায়ার পয়েন্ট ২০০ ডিগ্রি সেন্টিগ্রেড এর কম হওয়া ঠিক নয়।
(৩) ইহা অ্যালকালি, এসিড ও সালফার মুক্ত হওয়া প্রয়োজন।
(৪) ইহার আপেক্ষিক গুরুত্ব ০.৮ এর কম হবে না, অর্থাৎ অধিক পাতলা হবে না।
(৫) তেলের ভিসকোসিটি এমন হবে যাতে শীতেও তেল জমে না যায়৷
(৬) তেল অবশ্যই জলীয় বাষ্প ও ভাসমান পদার্থ মুক্ত হবে।

আরো দেখুন