Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

০৮ এপ্রিল, ২০২৪ ০১:২৫ অপরাহ্ণ

ফিউজ ব্যবহার

ফিউজ কি? (What is Fuse)

ফিউজ হচ্ছে একটি ইলেক্ট্রিক, ইলেক্ট্রনিক অথবা মেকানিক্যাল ডিভাইস যা অতিরিক্ত কারেন্ট বা অভারলোড থেকে সার্কিটকে রক্ষা করে। এটি একটি প্রটেক্টর হিসেবেও কাজ করে এবং হোম এপ্লায়েন্স যেমন ফ্রিজ, টেলিভিশন, কম্পিউটারকে হাই ভোল্টেজ হতে রক্ষা করে। থমাস আলভা এডিসন ১৯৮০ সালে এটি আবিস্কার করে। অনেক প্রকারের ফিউজ এর ব্যবহার আছে কিন্তু সব ফিউজের কাজের ধরন একই। types of fuses

ফিউজ কিভাবে কাজ করে (How does fuse works)

ফিউজ এর মেটাল এমনভাবে তৈরি বা ডিজাইন করা হয় যা খুবই অল্প পরিমান কারেন্ট বহন করতে পারে। যখন শর্ট সার্কিট বা অভারলোড হয় তখন উচ্চ প্রবাহের কারেন্ট তাপ তাপ উৎপন্ন করে ফিউজ এর মেটাল বা ইলিমেন্টকে গলিয়ে ফেলে এবং একটি গ্যাপ তৈরি করে। এই গ্যপ ফিউজের কারেন্ট এর ফ্লোকে বিচ্ছিন্ন করে। মুলত এভাবেই ফিউজ কাজ করে। যদি ফিউজ একবার পুড়ে যায় বা নষ্ট হয়ে যায় তাহলে এটি সার্কিটে পুনরায় কারেন্ট প্রবাহের জন্য পরিবর্তনের প্রয়োজন হয়।

ফিউজের ব্যবহার (Application of fuses)

  • মোটর, ট্রান্সফর্মার এবং পাওয়ার সিস্টেমকে অভার কারেন্ট কন্ডিশন থেকে রক্ষা করা।
  • ইলেক্ট্রিক্যাল এপ্লাইয়েন্স এবং হাউস ডিস্ট্রিবিউশন বোর্ডে ব্যবহার করা হয়।
  • অটোমোটিভ কার এবং ইলেক্ট্রিক ভেহিক্যালস এ ব্যবহার হয় ।
  • গেমিং সিস্টেম এবং স্মার্টফোনে ব্যবহার করা হয়। types of

আরো দেখুন