Loading..

উদ্ভাবনের গল্প

০৯ এপ্রিল, ২০২৪ ০৫:০৯ পূর্বাহ্ণ

এসো নিজের প্রতিভাকে খুঁজি

প্রতিটি শিশুর মাঝেই আছে সুপ্ত প্রতিভা।সবার প্রতিভার ধরণ এক নয়।বৈশিষ্ট্য অনুযায়ী রয়েছে ভিন্নতা।মানসিক উৎকর্ষ ও বৈষয়িক সাফল্য উভয় ক্ষেত্রেই প্রতিভা গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে।প্রতিভা বিকাশের ফলে শিশুর হৃদয়ে যে আত্মশক্তি অর্জিত হয় যা তাকে স্বাবলম্বী, আত্মনির্ভরশীল ও আদর্শবান হতে সাহায্য করে।


মহাকালের তুলনায় মানব জীবন খুবই ছোট।এই ছোট জীবনকে সুন্দর ও সার্থক করে গড়ে তোলার জন্য দরকার লক্ষ্য। ছোট্ট শিক্ষার্থীদের লক্ষ্যটাকে মজবুত করতে, নিষ্পাপ শিশুদের মনে ইতিবাচক মানসিকতার ধারণা পৌঁছে দিতে আমার এই উদ্ভাবনী গল্প ★এসো নিজের প্রতিভাকে খুঁজি ★

আরো দেখুন