Loading..

উদ্ভাবনের গল্প

০৯ এপ্রিল, ২০২৪ ০১:০২ অপরাহ্ণ

উদ্ভাবনের গল্প-৬ঃ "শুভেচ্ছা কার্ড তৈরি করি, সকলের মতামত সংরক্ষণ করি "

উদ্ভাবকঃ স্মৃতি রানী দে, প্রশি, কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। 

রাজনগর,মৌলভীবাজার। 

বিবরণঃ ইনোভেশন শোকেসিং এ ইনোভেশন এর শিরোনামসহ একটা কার্ড  খাতায় বা প্যাডে আঠা লাগিয়ে একটা অ্যালবাম তৈরি করেছি। ইনোভেশন শোকেসিং চলাকালীন সময়ে যারা স্টল ভিজিটে আসবে তাদের সকলের লিখিত মতামত ঐ কার্ডে সংরক্ষণ করেছি। সারাজীবন সকলের মতামত সংরক্ষণ থাকবে। 


আরো দেখুন