Loading..

উদ্ভাবনের গল্প

০৯ এপ্রিল, ২০২৪ ০২:৫৩ অপরাহ্ণ

উদ্ভাবনী আইডিয়ার শিরোনাম" পাড়া বন্ধু "

                                        আমার উদ্ভাবনী আইডিয়ার শিরোনাম "পাড়া বন্ধু"

লক্ষ্যঃ

বিদ্যালয়ে শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করণ।

উদ্ভাবনের উদ্দেশ্য ঃ 

বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের অনুপস্থিতি একটি বিরাট সমস্যা।এই সমস্যা দূরীকরণে প্রাথমিক বিদ্যালয়গুলোতে মা সমাবেশ, অভিভাবক সমাবেশ,উঠান বৈঠক,হোম ভিজিট ও  শিশু জরিপ ইত্যাদি কার্যক্রম পরিচালনা করা হয়। একজন শিক্ষক মত ভালই শ্রেণি পাঠদান কার্যক্রম পরিচালনা করেন না কেন তা ব্যর্থতায় পর্যবসিত হবে যদি শিক্ষার্থীরা বিদ্যালয়ে অনুপস্থিত থাকে। এজন্য আমার এই উদ্ভাবনী আইডিয়া "পাড়া বন্ধু" । "পাড়া বন্ধু " বিদ্যালয়ে আসার সময় রেডি হয়ে ৫-১০ মিনিট আগে বাড়ি থেকে বের হয়ে পাড়ার সকল শিক্ষার্থীদের নিয়ে বিদ্যালয়ে একসাথে আসবে। "পাড়া বন্ধু" শিক্ষার্থীদের পড়াশোনায় ও সাহায্য করতে পারবে।

প্রত্যাশিত ফলাফলঃ

মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করণের লক্ষ্যে শিক্ষার্থীদের শতভাগ বিদ্যালয়ে উপস্থিত থাকা অত্যাবশ্যক। শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতার মনোভাব সৃষ্টি করে শিক্ষার্থীদের নৈতিক, সামাজিক ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে চাই। শিক্ষার্থীদের ব্যক্তিগত জীবনে তারা পারস্পরিক সহযোগিতামূলক মনোভাব সম্পন্ন একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে চাই।

বাস্তবায়ন পদ্ধতি ঃ

প্রথমে বিদ্যালয়ের ক্যাচমেন্ট এলাকাকে কয়েকটি পাড়া বা মহল্লায় ভাগ করা যেতে পারে।প্রত্যেক পাড়া বা মহল্লায় বসবাসরত মেধাবী শিক্ষার্থীদের মধ্য থেকে এবং বিদ্যালয়ে নিয়মিত আসে এমন শিক্ষার্থীদের মধ্য থেকে৩-৪ জন করে অথবা শিক্ষার্থী অনুপাতে"পাড়া বন্ধু"নির্বাচন করা যেতে পারে।এই "পাড়া বন্ধু " বিদ্যালয়ে আসার ৫-১০ মিনিট আগে বাড়ি থেকে বের হয়ে পাড়ার সকল শিক্ষার্থীদের নিয়ে একসাথে বিদ্যালয়ে আসবে। কোনো শিক্ষার্থী না আসলেও"পাড়া বন্ধু " শ্রেণি শিক্ষককে জানাবে।প্রত্যেক মাসে যে"পাড়া বন্ধু " শতভাগ নিজেও উপস্থিত থাকবে এবং তার দায়িত্বে মে সকল শিক্ষার্থী থাকবে তাদের সকলকে বিদ্যালয়ে নিয়মিত আনতে পারে সেই পাড়া বন্ধু বিজয়ী হবে এবং বিদ্যালয়ের পক্ষ থেকে পাড়া বন্ধুদের মধ্য থেকে ১ম,২য় ও ৩য় স্থান অধিকারী "পাড়া বন্ধুকে পুরস্কার দেওয়া হবে। এতে করে প্রত্যেক"পাড়া বন্ধুদের মধ্যে প্রতিযোগিতা মূলক মনোভাব সৃষ্টি হবে এবং সবাই শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে চেষ্টা চালিয়ে যাবে।

মে সমস্যাটির সমাধান করতে চাই ঃ

বিদ্যালয়ে শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে চাই। শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ করতে চাই। মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে চাই। শিক্ষার্থীদের মাঝে পারস্পরিক সহযোগিতার মনোভাব সৃষ্টি করত চাই।

মে কারণে আইডিয়াটি উদ্ভাবন বলে মনে করিঃ

মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করণের লক্ষ্যে শিক্ষার্থীদের বিদ্যালয়ে শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে এটি একটি অন্যতম পন্থা হিসেবে আমি মনে করি। শিক্ষার্থীদের অনুপস্থিতি একটি বিরাট সমস্যা। সেজন্য তাদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে আমার এই উদ্ভাবনী আইডিয়া "পাড়া বন্ধু" ।

আরো দেখুন