Loading..

উদ্ভাবনের গল্প

০৯ এপ্রিল, ২০২৪ ০৭:৪৬ অপরাহ্ণ

Automatic Fire alarm
*প্রাণ-আরএফএল পাবলিক স্কুল , হবিগঞ্জ* এর সপ্তম শ্রেণির শিক্ষার্থী পার্থিব মোহন্তের একটি উদ্ভাবনী বৈজ্ঞানিক প্রকল্পের উপর আজ একটি সংবাদ কভারেজ সম্প্রচার করেছে বাংলাদেশের সনামধন্য ও প্রথম বেসরকারি টিভি চ্যানেল *এটিএন নিউজ* । প্রকল্পটি একটি ফায়ার অ্যালার্ম সম্পর্কে যা মোবাইল ফোনের মাধ্যমে ঘটনাস্থল থেকে অনেক দূর থেকেও আমাদেরকে  সচেতন করবে ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সাহায্য করবে। আমাদের বিজ্ঞান শিক্ষক জনাব ফারুক হোসেন প্রজেক্টটি তৈরিতে তাকে সার্বিক সহযোগিতা করেন ও পরামর্শ দেন। পার্থিব এ বছর স্কুল বিজ্ঞান মেলায় সেরা প্রজেক্ট বিজয়ী (সকল বিভাগ) হিসেবেও পুরস্কৃত হয়েছে।

আরো দেখুন