Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

১০ এপ্রিল, ২০২৪ ১২:০৬ অপরাহ্ণ

হর্ন গ্যাপ লাইটনিং অ্যারেস্টার

হর্ন গ্যাপ লাইটনিং অ্যারেস্টার




একটি হর্ণকে আর্থের তার দিয়ে কোনো একটি আর্থ ইলেকট্রোডের সঙ্গে জুড়ে দিতে হয়। অপর হর্ণটিতে এক দিকে লাইনের তার এবং অন্যদিকে যন্ত্রপাতি, সরঞ্জাম প্রভৃতি থেকে আগত তার সংযুক্ত থাকে। অ্যারেস্টার কে আরো কার্যকরী করার জন্য পাতি এবং হর্ণের মধ্যে একটি চোকিং করে লাগানো থাকে।


যত প্রকার লাইটনিং অ্যারেস্টার ওভারহেড লাইনে ব্যবহার করা হয় তাদের মধ্যে হর্ন গ্যাপ লাইটনিং অ্যারেস্টারই সবচেয়ে সোজা উপায়ে তৈরি, আর দামেও অপেক্ষাকৃত সস্তা। গরু, মহিষ প্রভৃতি প্রাণীর শিং এর আকারে দুটি পরিবাহী বসিয়ে তাদের মধ্যে কিছুটা ফাঁক রেখে এ অ্যারেস্টার তৈরি হয় বলে এর নাম হর্ন গ্যাপ লাইটনিং অ্যারেস্টার।

একটি পরিবাহীর প্রান্ত লাইনের ফেজ তারের সঙ্গে এবং অন্যটি আর্থ ইলেকট্রোডের সঙ্গে লাগানো থাকে। লাইনে যতগুলো ফেজ তার থাকে, ততগুলো অ্যারেস্টার ব্যবহার করতে হয়। অ্যারেস্টারের হর্ন বা শিং এর ন্যায় তার দুটি এমনভাবে বাঁকানো থাকে যে, নিচের দিকে পরস্পরের মধ্যে যে ফাঁক থাকে, উপরের দিকে গেলে সে ফাঁক ততই বৃদ্ধি পেতে থাকে। হর্নের নিচের দিকে এমনভাবে ফাঁক রাখতে হয়, যাতে সাধারণ লাইন ভোল্টেজের দ্বিগুণ ভোল্টেজ না হলে ভোল্টেজ বা কারেন্ট ঐ ফাঁক ডিঙাতে না পারে বা অতিক্রম করতে না পারে।

অ্যারেস্টার আরো কার্যকরী করার জন্য যন্ত্রপাতি এবং হর্নের মধ্যে একটি চোকিং কয়েল (Choking coil) লাগানো থাকে, যাতে লাইটনিং কারেন্ট যন্ত্রপাতির দিকে যেতে অধিক বাধাপ্রাপ্ত হয়। এখানে রেজিস্ট্যান্স R ফলো কারেন্টকে (Follow current) নিয়ন্ত্রণ করে খুব সামান্য মাত্রায় রাখে।

চোক কয়েল ডিজাইন করা হয় যাতে স্বাভাবিক পাওয়ার ফ্রিকুয়েন্সিতে অল্পমাত্রার রিয়াক্টেন্স প্রদান করে কিন্তু ট্রানজিয়েন্ট ফ্রিকুয়েন্সিতে উচ্চহারে রিয়াক্টেন্স প্রদান করে। ফলে চোক কয়েল প্রোটেক্টিভ যন্ত্রপাতিতে কোনো ট্রানজিয়েন্ট প্রবাহিত হতে দেয় না।

স্বাভাবিক অবস্থায় গ্যাপ নন-কন্ডাকটিং অবস্থায় থাকে। অর্থাৎ স্বাভাবিক সাপ্লাই ভোল্টেজে গ্যাপের মধ্যে আর্ক সৃষ্টি করতে পারে না। যখন লাইনে ওভার ভোল্টেজ দেখা দেয়, তখন স্পার্কওভার হয়ে মধ্যবর্তী ফাকের বাতাসকে (ইনসুলেশনকে) অতিক্রম করে কারেন্ট আর্থে চলে যায়।

প্রথমে আর্ক ফাঁকের নিচের দিকে আরম্ভ হয় এবং সে স্থানের বাতাসকে গরম করে শূন্যতার সৃষ্টি করে, ফলে আর্ক ক্রমশ উপরের দিকে উঠে দৈর্ঘ্যে লম্বা হতে থাকে। এ অবস্থায় লাইন ভোন্টেজ লম্বা দৈর্ঘ্যের আর্ককে ধরে রাখতে পারে না। শেষে আর্ক আপনা-আপনি নির্বাপিত হয়ে যায়। এ আর্ক নির্বাপণে ও হতে 5 সেকেন্ড সময় লাগে। অ্যারেস্টারকে যতদূর সম্ভব যন্ত্রপাতির নিকটতম স্থানে স্থাপন করা উচিত।


সুবিধাসমূহ (Advantages):


(i) আর্ক আপনা-আপনি নির্বাপিত হয় ( Arc is self clearing), তাই সার্চ দূরীভূত হওয়ার পর স্বাভাবিক অবস্থাতে রড গ্যাপের ন্যায় শর্ট সার্কিটের আচরণ করে না।

(ii) সিরিজ রেজিস্ট্যান্স ফলো কারেন্টকে নিয়ন্ত্রণ করে খুব নিম্নমাত্রায় রাখে। 

 

অসুবিধাসমূহ (Disadvantages) :


(i) বহিস্থ কোনো কিছুর পতন গ্যাপের মধ্যে হলে (পাখি, গাছের শাখা-প্রশাখা, পোকামাকড় ইত্যাদি) গ্যাপ পূর্ণ হওয়ার এনার্জি ডিসচার্জ হয়, যা কাম্য নয়। (ii) ক্ষয়প্রাপ্তি এবং হর্নের গায়ে গর্ত হওয়ার সম্ভাবনা থাকায় অনেক সময় সেটিং (Setting) পরিবর্তন করতে হয়, ফলে অ্যারেস্টারের পারফরম্যান্স ক্ষতিগ্রস্ত হয়।

(iii) এর অপারেশন টাইম বেশি (প্রায় 3 সেকেন্ড), ফলে আধুনিক প্রোটেক্টিভ সিস্টেমের জন্য উপযোগী।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি