Loading..

উদ্ভাবনের গল্প

১৫ এপ্রিল, ২০২৪ ১০:২১ অপরাহ্ণ

সহজলভ্য শিখন-শেখানো ও শ্রেণিকক্ষ সাজানোর উপকরণ তৈরি করি ও সৃজনশীল মানুষ হই।

🌹উদ্ভাবক; শেকুয়া বেগম, প্রধান শিক্ষক, টেকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়; সদর, কক্সবাজার।🌹

🍀🍀আইডিয়াটির উদ্দেশ্য;

🍀# শিক্ষাথীদের মধ্যে সৃজনশীলতার বিকাশ সাধন, # 🍀বিদ্যালয়ের প্রতি শিক্ষার্থীদের আকৃষ্ট করা। # ভর্তিকৃত শিক্ষার্থীদের উপস্থিতির হার ১০০% উন্নীত করা।

🍀#শিক্ষাথীদের নান্দনিক বোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলা। # 🍀যারা ড্রয়িং বা অন্য যেকোনো সৃজনশীল কাজে ভালো তাদের পুরস্কৃত করে অন্যদের এ বিষয়ে আগ্রহী করা।

💚বাস্তুবায়ন প্রক্রিয়া :#☘️ স্টাফ কাউন্সিলের সভায় বলি যে, শিক্ষকগণ যেন প্রতিটি ক্লাসে হাতে তৈরি উপকরণ ব্যবহর করেন। # ☘️সাপ্তাহিক ছুটির দিনগুলোতে শিক্ষকবৃন্দ যেন ক্লাসের প্রস্তুতি নেন। #☘️ শিক্ষার্থীদের বলি যে তোমরা যারা ভালো ড্রয়িং করতে পারো বা যারা কিছু বানিয়ে আনতে পারো যেমন ফুল, ফুলের টব, ক্লাসরুম সাজানোর উপকরণ তাদের পুরস্কৃত করা হবে। #☘️ এরই ধারাবাহিকতায় আমি ও আমার সহকর্মী শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদের নিজে কিছু এঁকে দেখাই অথবা শিক্ষার্থীদের  প্রজেক্টরের মাধ্যমে কিভাবে আঁকতে বা বানাতে হয় তা দেখিয়ে দিই।

#☘️ তাদেরকে একাকী ও দলে ভাগ করে ক্লাসে আঁকা প্র্যাকটিস করাই।# ☘️এরপর আমরা পুরো ক্লাসকে একসাথে আঁকতে দিই।☘️প্রতি ১৫ দিন পর তাদের মধ্যে যারা ভালো এঁকেছে তাদের পুরস্কৃত  করি।🌺

আরো দেখুন