Loading..

উদ্ভাবনের গল্প

১৯ এপ্রিল, ২০২৪ ১১:০৩ অপরাহ্ণ

নিজের দেশ,বঙ্গবন্ধু ও আমাদের মুক্তিযুদ্ধকে জানি।

উদ্ভাবকঃ মোঃ গোলাম সরোয়ার, সহকারী শিক্ষক, দক্ষিণ খাওক্ষীর মেহেদীয়া দাখিল মাদ্রাসা।  

উদ্ভাবনের গল্পঃ -১  নিজের দেশ,বঙ্গবন্ধু ও আমাদের মুক্তিযুদ্ধকে জানি

লক্ষ্যঃনিজ দেশের ইতিহাস,ঐতিহ্য,সংস্কৃতি,মুক্তিযুদ্ধ,জাতীয় দিবস সমূহ ,ভাষা আন্দোলন সম্পর্কে জানা ও তাদের মধ্যে দেশপ্রেমের চেতনা জাগ্রত করা।

উদ্দেশ্যঃঅনেক সময় দেখা যায় যে শিক্ষার্থীরা নিজের দেশ সম্পর্কে ,মুক্তিযুদ্ধ সম্পর্কে,জাতীয় দিবস,জাতীয় বিষয়াবলী সম্পর্কে  কোনো প্রশ্ন করলে উত্তর দিতে পারেনা বা অনেকে জানেনা। তাই শিইক্ষার্থীরা যাতে স্বতস্ফুর্তভাবে  নিজের দেশমুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু সম্পর্কে জানতে ও শিখতে পারে সেজন্যে আমি এই উদ্ভাবনী আইডিয়াটি প্রয়োগ করছি।

বাস্তবায়ন প্রক্রিয়াঃপ্রথমে আমি বাংলাদেশের বিভিন্ন জাতীয় দিবস ,মুক্তিযুদ্ধের ছবিমুক্তিযুদ্ধের পঠভূমি,ভাষা আন্দোলন ও ভাষা শহিদদের ছবি সঙ্গগ্রহ করে প্রত্যকটা ছবি বিস্তারিত বিবরণ  সহ বিদ্যালয়ের সম্মুখে গ্যালারি স্তাপন করেছি যাতে সকল শিক্ষার্থী প্রতিদিন ক্লাসে প্রবেশের সময় এগুলো একবার দেখবে ও পড়বেএতে করে প্রতিদিন এগুলো একবার চর্চার মাধ্যমে তাদের আর ভুল হবেনা। প্রতি পাক্ষিকে তাদেরকে এই বিষয়ে দায়ত্বপ্রাপ্ত  একজন শিক্ষক  মূল্যায়ন করবে হ এবং পারগতার ভিত্তিতে তাদের পুরস্কৃত করা হবে।

কীভাবে বাস্তবায়ন করবঃপ্রতি ক্লাসের জন্যে একজন করে শিক্ষার্থীকে পয়েন্ট ক্যাপটেন হিসেবে  দায়িত্ব বন্টন করে দিব।তিনি প্রতিদিন একবার করে মনিটরিং করবেন যে প্রতি ক্লাসের শিক্ষার্থীরা এগুলো প্রতিদিন দেখছে বা পড়ছে কিনা ।শিক্ষার্থীরা প্রতিদিন স্বমূল্যায়ন করবে এবং প্রতি পাক্ষিকে একন পয়েন্ট শিক্ষক মূল্যায়ন করবেন এবং প্রধান শিক্ষকে অবহিত করে রিপোর্ট প্রদান করবেন।

কার্যকালঃএই উদ্ভাবনী আইডিয়াটি ২০২৩সালের জানুয়ারি থেকে নভেম্বর ব্যাপী চলেছে

ব্যক্তিগত উদ্যোগে শিক্ষার্থীদের পুরস্কারের ব্যবস্তা করা হয়। 

আরো দেখুন