Loading..

উদ্ভাবনের গল্প

১৯ এপ্রিল, ২০২৪ ১১:৩৪ অপরাহ্ণ

ভার্চুয়াল সফর (বিশ্ব-জগৎ দেখব আমি, আপন হাতের মুঠোয় পুরে)

১। চিহ্নিত সেবার নাম: পাঠ্যবইতে আলোচিত ঐতিহাসিক নিদর্শন, দর্শনীয় স্থানসহ অন্যান্য সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়ে শিক্ষার্থীদের পাঠদান  

                             পদ্ধতি

২। সেবাটি বর্তমানে কীভাবে দেয়া হয়/বিদ্যমান অবস্থা:

v  প্রচলিত পদ্ধতি অনুযায়ী ঐতিহাসিক নিদর্শন, দর্শনীয় স্থানসহ অন্যান্য সংশ্লিষ্ট বিষয় শ্রেণিকক্ষে বক্তৃতা পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীদের সাথে আলোচনা করা হয়।

v  যেহেতু শিশুরা বেশ ছোটো তাই সফরে নিয়ে যাওয়ার মত সুযোগের অভাব রয়েছে এবং সেই সাথে অভিভাবকদের আর্থিক অবস্থা বিবেচনায় রেখে সফরের ব্যবস্থা করা হয় না।

v  পাঠ্যবইতে দেওয়া ছবি দেখিয়ে আলোচনা করা হয়।

v  পাঠ্যবইয়ের তথ্যগুলো পড়িয়ে স্থানটি সম্পর্কে ধারণা দেওয়া হয়।

v  কখনও কখনও কিছু বিশেষ ছবির প্রেজেন্টেশনের মাধ্যমে আলোচিত হয়।

v  পাঠ্যবইয়ের নির্ধারিত অনুশীলনী অনুশীলনের মাধ্যমেই শুধু শিক্ষার্থীর ধারণা, অনুভূতি, বোধগম্যতা যাচাই করা হয়।

 

৩। চিহ্নিত সেবা প্রদান করার ক্ষেত্রে বিদ্যমান সমস্যা ও সমস্যার মূল কারণ:

বিদ্যমান সমস্যা

সমস্যার মূল কারণ

সমস্যার কারণে সেবাগ্রহীতাদের ভোগান্তি

Ø  শিক্ষার্থীরা পাঠ গলাধঃকরণ করে

Ø  পাঠে আগ্রহী হয় না

Ø  একঘেঁয়েমিতে ভোগে

Ø  মূল বিষয়বস্তু বুঝতে ব্যর্থ হয়

§  গতানুগতিক পদ্ধতি

§  কিছু কিছু ক্ষেত্রে শিক্ষা সফরের ব্যবস্থা থাকলেও প্রাথমিক বিদ্যালয়ের ছোটো ছোটো শিক্ষার্থীদের নিয়ে এই আয়োজন বেশ কষ্টকর, এছাড়াও অভিভাবকের আর্থিক সংগতি, মানসিক টানাপড়েনে শিক্ষা সফরগুলো অনেকাংশে আলোর মুখ দেখেনা।

·         শিক্ষার্থীরা পাঠের মূল লক্ষ্যে পৌঁছাতে তথা শিখনফল অর্জন করতে পারে না।

 

 

৪। সমস্যা সমাধানে প্রদত্ত আইডিয়াটির শিরোনাম: ভার্চুয়াল সফর (বিশ্ব-জগৎ দেখব আমি, আপন হাতের মুঠোয় পুরে)

 

৫। সমাধান প্রক্রিয়া:

প্রাথমিক বিদ্যালয়ের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদেরকে নিয়ে সুবিধা মত সময়ে, নির্দিষ্ট পাঠ শুরু করার পূর্বে ভার্চুয়াল ভ্রমণের ব্যবস্থা করা যেতে পারে । যেমন: ৫ম শ্রেণির আমার বই-এর মাটির নিচে যে শহর পাঠ করার পূর্বে ময়নামতি, মহাস্থানগড়, পাহাড়পুরের ভ্রমণ সংশ্লিষ্ট ভিডিয়ো দেখিয়েছি। অথবা ৪র্থ শ্রেণির ইংরেজি বই-এর Unit-17 থেকে In the park, Lesson শুরু করার পূর্বে একটি Park-এ ভার্চুয়াল সফরের ব্যবস্থা রেখেছি। এছাড়াও বাংলাদেশের প্রতিটি বিভাগ, জেলা, ঐতিহাসিক নিদর্শন, দর্শনীয় স্থানেও ভার্চুয়াল সফরের ব্যবস্থা রেখেছি; যাতে করে পাঠ্য বিষয়ের সাথে সাথে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি সম্পর্কে শিক্ষার্থীরা প্রকৃত ধারণা লাভ করতে সমর্থ হচ্ছে।

v  এতে করে শিক্ষার্থী নিজ বিদ্যালয় বসেই ভ্রমণের স্বাদ গ্রহণ করতে পারছে।

v  অজানাকে জানার এক নতুন পথ উন্মোচিত হচ্ছে তার সামনে।

v  ঘুরতে বা বেড়াতে গেলে যে কোনো নতুন জায়গা সম্পর্কে সকল তথ্য জানা যায় না, কিন্তু এক্ষেত্রে তারা নতুন জায়গা সম্বন্ধে প্রায় সব তথ্যই জানতে পারছে ।

v  তাদের ভেতরে প্রশ্ন করার আকাঙ্ক্ষা তৈরি হচ্ছে।

v  ভ্রমণ সম্পর্কে সংক্ষিপ্ত আকারে বর্ণনা লিখছে (নির্ধারিত কাজ হিসেবে)।

v  পরিশেষে বলা যায়, পাঠ সংশ্লিষ্ট বিষয়ে পূর্বের চেয়ে অনেক বেশি বোধগম্যতা অর্জিত হচ্ছে; যার ফলে কাঙ্ক্ষিত শিখনফল প্রায় শতভাগ অর্জিত হচ্ছে।

 

৬। প্রত্যাশিত ফলাফল (TCV):

 

সময়

খরচ

যাতায়াত

আইডিয়া বাস্তবায়নের আগে

নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময় লাগছিল

৪৫,০০০-৬০,০০০/-

১-৩দিন

আইডিয়া বাস্তবায়নের পরে

(শিক্ষকের প্রস্তুতির জন্যে কমপক্ষে ১ দিন)

৪০-৪৫ মিনিট

(সপ্তাহে এক দিন)

৩,০০০-৫,০০০/-

বিদ্যালয়ে বসেই সফর অনুষ্ঠিত হচ্ছে তাই যাতায়াত খরচ ও সময় বেঁচে যাচ্ছে

আইডিয়া বাস্তবায়নের ফলে সেবাগ্রহীতার প্রত্যাশিত বেনিফিট

শিক্ষার্থীদের শিখনফল অর্জনে অভূতপূর্ব সাফল্য দেখা যাচ্ছে।

-

-

 

অন্যান্য সুবিধা:

v  শিক্ষার্থীরা অজানা বিষয়ের প্রতি কৌতূহলী হচ্ছে।

v  শিক্ষার্থীদের মধ্যে সফরের প্রতি আকর্ষণ বাড়ছে।

v  অসুস্থ অথবা অন্য বিদ্যালয়ের আগ্রহী শিক্ষার্থী ভার্চুয়াল সফরের অংশীজন হতে পারছে।

v  শিক্ষার্থীর নির্ধারিত কাজ থাকায় শিক্ষার্থী তার হাতের লেখার প্রতি মনোযোগী হচ্ছে।

v  শিক্ষার্থীরা একে অন্যের সাথে পর্যাপ্ত আলোচনার সুযোগ পাচ্ছে।

v  শিক্ষার্থীরা হাতের লেখা ও প্রজেক্ট ওয়ার্কের সাথে সচেতনভাবে কাজ করতে সক্ষম হচ্ছে।

v  সর্বোপরি শিক্ষার্থীর শিখনফল স্থায়ী হচ্ছে।

 

রিসোর্স ম্যাপ: (প্রতি দুই মাসে একটি ভার্চুয়াল সফর বিবেচনা করে)

 

প্রয়োজনীয় সম্পদ

কোথা হতে পাওয়া যাবে?

খাত

বিবরণ

প্রয়োজনীয় অর্থ

 

জনবল

বিদ্যালয়ের জনবল

(শিক্ষক ও আগ্রহী প্রশিক্ষিত ভলান্টিয়ার)

৪,০০০/-

বিদ্যালয়য়ের জনবল (শিক্ষক)

বস্তুগত

বিদ্যালয়য়ের সম্পদ (ল্যাপটপ, প্রজেক্টর)

প্রয়োজন হলে

-

অন্যান্য

SMC, PTA, বিদ্যালয়ের সকল অভিভাবক, প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, ক্লাস্টারের দায়িত্বপ্রাপ্ত এইউইও মহোদয়সহ সকল অংশীজনের জ্ঞাতসারে কার্যক্রম পরিচালনা এবং 

নেট সংযোগ, সুবিধা না থাকলে  ইন্টারনেট ডাটা কিনতে হবে।

৫,০০০/-

ইউটিউব, ডকুমেন্টারী সিরিজ প্রচারিত চ্যানেলসমূহ, ইতিহাস ও ঐতিহ্য বিষয়ক অনুষ্ঠান – দেখা হয় চক্ষু মেলিয়া (বাংলাদেশ টেলিভিশন)

প্রয়োজনীয় মোট অর্থ

৯,০০০/-

 

  

 

৮। বাস্তবায়নকারী টিম: (উদ্যোগটির পাইলট বাস্তবায়ন করার জন্য প্রতিটি অফিসে যে টিম গঠন করা প্রয়োজন)

টিম লিডার

সদস্য

সদস্য

সদস্য

সদস্য

প্রধান শিক্ষক

মাহফুজা ইয়াসমীন শ্রাবণী

(সহকারী শিক্ষক)

সহকারী শিক্ষক (আগ্রহী একাধিক শিক্ষক)

SMC, PTA সদস্য

বিদ্যালয়ের আগ্রহী অভিভাবক

 

আইডিয়া পাইলট করার জন্য প্রয়োজনীয় কার্যক্রম:

 

(প্রতি দুই মাসে একটি ভার্চুয়াল সফর বিবেচনা করে)

ক্রমিক নং

এ্যাক্টিভিটি

কে করবে?

Time

রবিবার

সোমবার

মঙ্গলবার

বুধবার

বৃহস্পতিবার

০১

পাঠ সংশ্লিষ্ট বিষয়বস্তু (যেমন: পাহাড়পুর ভ্রমণ) অনুযায়ী শিক্ষার্থীদের সপ্তাহের একটি দিনে ভার্চুয়াল সফর অনুষ্ঠিত হবে।

সহকারী শিক্ষক

 

 

 

 

বিদ্যালয় চলাকালীন সময়ে ৪০-৪৫ মিনিট

০২

নির্ধারিত কাজ প্রদান (সফরের পর সপ্তাহের একটি দিনে)

শিক্ষার্থীরা

বিদ্যালয়ে প্রবেশের পর সমাবেশে অংশগ্রহণের পূর্বে কাজ বুঝে নেবে

 

 

 

 

০৩

নির্ধারিত কাজ নিয়ে পারস্পারিক আলোচনা (নির্ধারিত কাজ জমাদানের পর সপ্তাহের একটি দিনে)

শিক্ষার্থীরা, বিষয় শিক্ষক ও সফর পরিচালনাকারী সহকারী শিক্ষক, প্রধান শিক্ষক

 

 

টিফিন পিরিয়ডে ২০-২৫ মিনিট

 

 

 

০৪

প্রজেক্ট ওয়ার্ক উপস্থাপন (প্রজেক্ট ওয়ার্ক জমাদানের পর সপ্তাহের একটি দিনে প্রদেয় কাজের ভিত্তিতে ঐ নির্দিষ্ট স্থানে যাতায়াত বা ভ্রমণ বা অবস্থান বা অন্য কোনো সুনির্ধারিত কাজ প্রদান এবং বিষয় শিক্ষকের সাহায্যে বাচাই অতঃপর উপস্থাপন

শিক্ষার্থীরা, বিষয় শিক্ষক ও সফর পরিচালনাকারী সহকারী শিক্ষক, অন্যান্য  শিক্ষকবৃন্দ, প্রধান শিক্ষক

 

 

 

বিদ্যালয় চলাকালীন সময়ে ৩০ মিনিট

 

০৫

কৃতিত্বের মূল্যায়ন ও আনন্দ আয়োজন

বিদ্যালয়ের সকল কলাকুশলীর উপস্থিতিতে

 

উৎসাহ প্রদানের জন্য যে কোনো উপহারের ব্যবস্থা

 

 

 

আরো দেখুন