Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

২৩ এপ্রিল, ২০২৪ ১২:৩৬ পূর্বাহ্ণ

বিভিন্ন বিজ্ঞানীদের উল্লেখযোগ্য আবিষ্কার


এরিস্টটলঃ

             তিনিই প্রথম হালকা ও ভারী বস্তুর নিচে পড়া নিয়ে মন্তব্য করেন। তাঁর এ মতবাদ প্রায় দুই হাজার বছর ধরে টিকে ছিল। 

গ্যালিলিওঃ 

             পরীক্ষার মাধ্যমে প্রমান করেন যে, মুক্তভাবে পড়ন্ত সকল বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করে।

আর্কিমিডিসঃ

               আয়নার সাহায্যে আগুন ধরানো।

আইজ্যাক নিউটনঃ

                       গতির সূত্র, মহাকর্ষ সূত্র, বলের সূত্র।

আলবার্ট আইনস্টাইনঃ

                          আপেক্ষিক তত্ত্ব, ভর ও শক্তির সমীকরণ

আচার্য্য জগদীশ চন্দ্র বসুঃ

                               গাছের অনুভূতি পরিমাপক যন্ত্রঃ ক্রেসকোগ্রাফ, বেতার তরঙ্গ 

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি