Loading..

উদ্ভাবনের গল্প

২৬ এপ্রিল, ২০২৪ ০৯:১৩ অপরাহ্ণ

খেলায় মাতি হৃদয়ে গাঁথি

খেলায় মাতি,হৃদয়ে গাঁথি:

 

এই খেলায় বর্ণকার্ড, শব্দকার্ড, সংখ্যাকার্ড, লেটারকার্ড, ওয়ার্ডকার্ড ব্যবহার করা যাবে। খেলাটি ১ম-৫ম শ্রেণির শিক্ষার্থীদের শেখানোর ক্ষেত্রে আয়োজন করা যাবে। এই খেলাতে অংশগ্রহণকারী হবে ৪জন। এর বেশি হলে সময় বেশি লাগবে।৪জন ৪জন করে দল গঠন করে খেলাটি পরিচালনা করতে হবে। এতে করে কম সময়ে একই সাথে ক্লাসের সকল শিক্ষার্থী খেলায় অংশগ্রহণ করতে পারবে।একটি দলের জন্য ১৬টি কার্ড লাগবে। ১৬টি কার্ডের মধ্যে ৪টি বর্ণের(শব্দ,সংখ্যা,লেটার,ওয়ার্ড যা শিখাবেন)প্রতিটি ৪টি করে থাকবে।দলের একজন খেলোয়াড় প্রথমে ১৬টি কার্ডকে এলোমেলো করে ৪জনের মধ্যে ৪টি করে কার্ড বিতরন করবে। প্রত্যেকেরই লক্ষ্য থাকবে একই জাতীয় ৪টি কার্ড নিজের কাছে একত্র করা। যে খেলোয়াড় কার্ড বিতরণ করেছিল সে প্রথমে তার জন্য অপ্রয়োজনীয় কার্ডটি তার ডানপাশের খেলোয়াড়কে দিবে। ডানের খেলোয়াড়ের ৪টি একই জাতীয় কার্ড একত্র করতে কার্ডটি প্রয়োজন হলে সে রাখবে, প্রয়োজন না তার ডানের খেলোয়াড়কে দিয়ে দিবে অথবা অন্য অপ্রয়োজনীয় কার্ডটি দিবে। এভাবেই একজন তার প্রয়োজনীয় কার্ডটি রেখে অপর জনকে কার্ড দিয়ে যাবে, যতক্ষণ না কারো কাছে ৪টি বর্ণের কার্ড (শব্দ,সংখ্যা,লেটার,ওয়ার্ড যা শিখাবেন) একত্র হবে। যে প্রথম একই বর্ণের (শব্দ,সংখ্যা,লেটার,ওয়ার্ড যা শিখাবেন )৪ টি কার্ড একত্র করবে সেই এই খেলায় জয়ী হবে।

খেলার উপকরণ: উপকরণ তৈরিতে সাদা কাগজ বা শক্ত কার্ড বা অব্যবহৃত বিয়ের কার্ড, ঔষধের বাক্স, কয়েলের বাক্স, বিস্কুটের কাগজের প্যাকেট অর্থাৎ সহজলভ্য ও ব্যয়বহুল নয়।

 

তুলিকা দেব তুলি

০১/০৪/২০২৪