Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

০১ মে, ২০২৪ ০৫:০১ অপরাহ্ণ

প্রাত্যহিক জীবনে সেট (নতুন কারিকুলাম)

সেট শব্দটির সাথে আমরা অনেক বেশিই সুপরিচিত। সেট শব্দটি বলতেই ডিনার সেটবইয়ের সেটসোফা সেট সহ বিভিন্ন সেটের কথা আমাদের মাথায় ঘুরপাক খাচ্ছেটাই নয় কিআজকের পাঠে আমরা সেট লেখার পদ্ধতি  সেটের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করবো।

 

সেট তত্ত্বের জনক হলেন জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টর (Georg Ferdinand Ludwig Philipp Cantor)

জর্জ ক্যান্টর এবং তাঁর আজীবনের বন্ধু রিচার্ড ডেডকিন্ড (Richard Dedekind) চিঠি আদান-প্রদান করে একমত হন যে সেট হলো সসীম বা অসীম বস্তুর একটি সংগ্রহ যা একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য ধারণ করে এবং প্রতিটি বস্তুর স্বতন্ত্রতা বজায় থাকে।

 

সেট (Set): বাস্তব বা বিমূর্ত বিভিন্ন বস্তুর সুনির্দিষ্ট সংগ্রহকে সেট বলে।

সেট প্রকাশের পদ্ধতি টি। তালিকা পদ্ধতি (Roaster Method বা Tabular Method) সেট গঠন পদ্ধতি (Set Builder Method).

 

আরো দেখুন