Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

০১ মে, ২০২৪ ১০:৪১ অপরাহ্ণ

আল্লাহু খাবিরুন, শ্রেণিঃ ৭ম, বিষয়ঃ ইসলাম শিক্ষা।

আল্লাহু খাবিরুন

 

খাবিরুন অর্থ সর্বজ্ঞাত, সর্বজ্ঞ, সম্যক অবহিত ইত্যাদি। আল্লাহু খাবিরুন অর্থ আল্লাহ সম্যক অবহিত বা সর্বজ্ঞাত। আল-খাবির মহান আল্লাহ তা‘আলার একটি গুণবাচক নাম। এ নামটি আল-আলীম, আস-সামী‘উ, আল-বাসীর, আল-কাদীর ইত্যাদি নামের সঙ্গে সম্পর্কযুক্ত। মহান আল্লাহ বলেন: “নিশ্চয়ই আল্লাহ সবকিছু জানেন, সমস্ত খবর রাখেন”। (সূরা আল-হুজুরাত, আয়াত: ১৩)

 মহান আল্লাহ সকল বিষয়ের ওপর ক্ষমতাবান। তিনি সবকিছু জানেন। তাঁর জ্ঞানে সব কিছু বেষ্টন করে রাখা। তাঁর জ্ঞান থেকে কোনো স্থান, কাল-কোনো কিছুই বাদ পড়ে না। আসমান জমিন এবং এতোদুভয়ের মাঝে যেখানে যা কিছুই ঘটে না কেন, কিছুই তাঁর অজ্ঞাতে ঘটে না। তাঁর জ্ঞান সর্বব্যাপী। এমনকি সরিষার কণা পরিমাণও যদি কোনো বস্তু পাথরের ভেতর বা আকাশে কিংবা ভূগর্ভে থাকে, তবে তিনি তারও খবর রাখেন। তিনি সবকিছু দেখেন ও শোনেন। দৃশ্য ও অদৃশ্য, প্রকাশ্য ও গোপনীয়, স্পষ্ট ও অষ্পষ্ট সব কিছুই জানেন। ছোট-বড় কোনো কিছুই তাঁর দৃষ্টির বাইরে থাকে না এবং তিনি কোনো কিছুই ভুলে যান না। সব কিছু সম্পর্কে তিনি অবগত আছেন। আমরা সব সময় মনে রাখব যে, আল্লাহ তা‘আলা আমাদের ভালো-মন্দ সকল কাজকর্ম সম্পর্কে সম্যক অবগত। তাই আল্লাহকে ভয় করে আমরা সকল প্রকার অন্যায় ও পাপকাজ থেকে নিজেদের বাাঁচিয়ে রাখব এবং ভালো কাজসমূহ করব। সর্বোপরি, আল্লাহ তা‘আলা যেমন মহান, তাঁর নামগুলোও তেমনি মহান, অতি পবিত্র ও গৌরবান্বিত। আমরা তাঁকে আল্লাহ, রহমান কিংবা তাঁর অন্যান্য গুণবাচক নামেও ডাকব।

আরো দেখুন