Loading..

নেতৃত্বের গল্প

০২ মে, ২০২৪ ০৭:৩৫ পূর্বাহ্ণ

৫ মিনিটের শরবত বিরতি ,শিক্ষার্থীদের মাঝে আনে প্রশান্তি।

আলহামদুলিল্লাহ! তীব্র দাবদাহের মধ্যে বিদ্যালয়ের প্রথম দিনে সকল শিক্ষার্থীর জন্য ব্যক্তিগত উদ্যোগে শরবতের ব্যবস্থা করেছি। ইনশাআল্লাহ এ আয়োজন তাপপ্রবাহের প্রতিদিন ই শিক্ষার্থীদের জন্য করার চেষ্টা করবো। ছোট্ট সাধারণ একটি কাজ, কিন্তু কাজটা করতে গিয়ে ভীষণ ভালো লেগেছে। আমার সকল সহকর্মী বিশেষ করে প্রতিভা ( Protiva Das), এবং কাকলী আপার( Kakoli Akter) প্রতি কৃতজ্ঞতা, আমাকে সাহায্য করার জন্য। কৃতজ্ঞতা শ্রদ্ধেয় উপজেলা শিক্ষা অফিসার জনাব হাফিজুর রহমান স্যারের Hafizur Rahman প্রতি।তার মূল্যবান মতামত এবং এই কাজে আমাদের উৎসাহ দেয়ার জন্য।

গ্রামের বেশিরভাগ পরিবার অর্থনৈতিকভাবে অস্বচ্ছল। পরিবারে পুরুষদের সাথে অথিকাংশ মহিলা জমিতে কাজ করে। সকল কাজ শেষ করে মায়েরা সন্তানের জন্য আলাদা যত্ন করার সময় পায়না। বিদ্যালয় খোলার প্রথম দিনে তাই এই উদ্যোগ গ্রহন করি। ২য় দিনে উপস্থিতি ছিল প্রায় শতভাগ। সকল শিক্ষার্থীকে শরবত খাওয়াতে পেরে ভীষন আনন্দ পেয়েছি। বিদ্যালয় যখন ই খোলা থাকবে ইনশল্লাহ চেষ্টা করবো এই কাজটি চালিয়ে যাবার।

আরো দেখুন