Loading..

উদ্ভাবনের গল্প

০৮ মে, ২০২৪ ১২:০৩ অপরাহ্ণ

শিক্ষার্থীর শিষ্টাচার এবং নৈতিকতা চর্চা,গড়বে শিশুর মূল্যবোধ আর নৈতিকতার ভিত্তি।
শিশুকে শিষ্টাচার শেখাতে হবে, যাতে তার আচার–আচরণ সুন্দর হয় এবং সমাজে সবার ভালোবাসা ও সহানুভূতি লাভ করে। শিশুকে ভালো–মন্দ, ন্যায়–অন্যায়, কল্যাণ ও অকল্যাণ বোঝাতে হবে, যাতে সে সিদ্ধান্ত নিতে পারে। ধর্মীয় আচার–অনুষ্ঠানে অংশগ্রহণ, নামাজসহ ইবাদতে অভ্যস্ত করতে হবে, যাতে মানসিক শক্তিতে বলীয়ান হতে পারে।এজন্য তাদের প্রতিদিন বাড়িতে বিভিন্ন কাজের মধ্যে একটি করে ভালো কাজ তারা তাদের খাতায় লিখে আনবে।এতে শিশুদের লেখার দক্ষতা ও সাবলীল ভাবে পড়ার দক্ষতা বৃদ্ধি পাবে।স্কুলে নিয়মিত আসার প্রবনতা বৃদ্ধি পাবে।তাদের মধ্যে ভালো কাজ করার প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি হবে।