Loading..

নেতৃত্বের গল্প

১০ মে, ২০২৪ ১১:২৬ অপরাহ্ণ

বিদ্যালয়ে ফুলের বাগান তৈরির স্বপ্ন বাস্তবায়ন

ফুল পবিত্রতার প্রতীক। বিভিন্ন প্রতিষ্ঠানে ফুলের বাগান দেখলে আমার মনে হয় আমরাও তো এমন একটি ফুলের বাগান আমাদের বিদ্যালয়ে করতে পারি। কিন্তু প্রত্যেক কাজের কিছু সীমাবদ্ধতা থাকে। প্রতিষ্ঠানের সবাই মিলে একই সিদ্ধান্তে আসা খুবই কঠিন। একটি ফুলের বাগান তৈরি করতে হলে শুধু ফুলের চারা লাগালেই হবে না। ফুলের চারা লাগানোর চেয়ে কঠিন কাজ হলো সেগুলো রক্ষা করা। আমি মনেপ্রাণে চাইতাম আমাদের বিদ্যালয়ে সুন্দর একটি ফুলের বাগান হোক এবং সেখানে অনেক রকম ফুল ফুটুক । ফুলের মৌ মৌ গন্ধ যেন চারিদিকে ছরিয়ে পড়ে। আমি আমার এক সহকর্মী সহ উদ্যোগ নিলাম প্রথমে কিছু ফুলের গাছ লাগাব এবং সেগুলোকে যে করেই হোক রক্ষা করবো। প্রধান শিক্ষক মহদয়ের সহযোগীতা নিয়ে আমরা প্রথমে কিছু বকুল ও কৃষ্ণচূড়া গাছ লাগালাম। শিক্ষার্থীদের মাধ্যমে চারাগুলো রোপন করা এবং পরিচর্যা শুরু করি। আগামী কয়েক বছর পর প্রত্যেকটি গাছ প্রতিষ্ঠানটিকে সৌন্দর্যের দিক দিয়ে এক অনন্য মাত্রায় নিয়ে যাবে। এরপর একটি ফুলের বাগানের জন্য প্রধান শিক্ষকের নিকট আবেদন করি এবং তিনি অত্যন্ত আন্তরিকতার সহিত তা গ্রহণ করেন। প্রতিষ্ঠানের অর্থায়নে ফুলের বাগানের মাটি ভরাট, গোবর সার প্রয়োগ, বাগানের বেড়া তৈরির ব্যাবস্থা করে দেন আমাদের সুযোগ্য প্রধান শিক্ষক। শিক্ষার্থীদের অর্থায়নে ফুলের চারা রোপনের মাধ্যমে আমার সেই স্বপ্নের ফুলের বাগান আজ বাস্তবে রুপ লাভ করেছে। শিক্ষার্থীরা আনন্দের সহিত প্রতিদিন ফুলের গাছে পানি দেয়, আগাছা পরিস্কার করে। তাদের যে কি আনন্দ !!! 

আরো দেখুন