Loading..

উদ্ভাবনের গল্প

১১ মে, ২০২৪ ১২:৩৬ অপরাহ্ণ

Learning by Listening.

"Learning by Listening"

Desired changes in learning that are relatively permanent.

প্রস্তাবিত পদ্ধতিঃ

শিক্ষক মা-সমাবেশের মাধ্যমে অভিভাবকদের "শুনে শেখা" ধারণাটি বুঝিয়ে তাদের মোবাইলে Store করে দেবেন।শিক্ষার্থী শ্রেণির পাঠ গ্রহণ করে বাড়িতে অভীভাবকের সহায়তায় পাঠগুলো Audio Record শুনবে proper stress, intonation & pronunciation সহ বলবে বা পড়বে। এতে করে শিক্ষা ব্যবস্থায় ইংরেজি ভাষা শিক্ষার মূল উদ্দেশ্য অর্জিত হবে। শিক্ষার্থীর ইংরেজি ভীতি দূর হবে।

যেমনঃ

*শিক্ষক শ্রেণি-কক্ষে পাঠদান কালে সঠিক stress, intonation & pronunciation ব্যাবহারের মাধ্যমে পাঠদান করবেন।

* শ্রেণিতে Input চলাকালীন Record করা Audio বারবার শোনাবেন।

*মা-সমাবেশের মাধ্যমে অভিভাবকদের Audio সুবিধাগুলো বুঝিয়ে দেবেন।

*বাড়িতে অভিভাবক Audio Record শিক্ষার্থীর সহায়তায় কিভাবে পরিচালনা করবেন তা শিক্ষক বুঝিয়ে দেবেন।

*Audio Record গুলো অভিভাবকদের মোবাইলে Store করে দেবেন।

*বাংলাদেশের প্রেক্ষাপটে শুধু শ্রেণি কক্ষের বাইরেও সঠিক ভাবে ইংরেজি চর্চার সুযোগ সৃষ্টি হবে।

সুফলঃ

১। ইংরেজি ভাষার মূল উদ্দেশ্য অর্জিত হয়।

২।ইংরেজি ভীতি দূর হবে।

৩। শিক্ষার্থীর পাঠে অভিভাবকের সম্পৃক্ততা বৃদ্ধি পায়।

৪।শুনে শেখার দক্ষতা বৃদ্ধি পায়।

৫। শিক্ষার্থী পাঠে আগ্রহী হয়।

আরো দেখুন