Loading..

উদ্ভাবনের গল্প

১৭ মে, ২০২৪ ০২:১৭ অপরাহ্ণ

আমি শিখাই আমার মত-১

নতুন কারিকুলাম অনুযায়ী পাঠদান কার্যক্রম পরিচালনা করছি। নতুন নতুন সিস্টেম বা কৌশলের মাধ্যমে শিক্ষার্থীদের পাঠে মনোযোগী করার জন্য আমি বিভিন্ন সময়ে বিভিন্ন পদ্ধতি বা কৌশল অবলম্বন করে থাকি। নতুন নতুন সিস্টেম ব্যবহার করে থাকি। 


নবম শ্রেণির বিজ্ঞান বিষয়ের খেলার মাঠে বিজ্ঞান পড়াতে গিয়ে আমি আমার প্রতিষ্ঠানের মাঠে খেলার ব্যবস্থা করেছি। এখানে শিক্ষার্থীরা খেলার মধ্যমে তাদের পাঠে প্রবেশ করবে।


খেলার মাধ্যমে তারা গতি বল ভরবেগ ইত্যাদি সম্পর্কে ধারণা লাভ করবে

 

আমি যে খেলার আয়োজন করেছি থা হল ফুটবল, এর মাধ্যমে শিক্ষার্থীরা তাদের নিজের গতি, নিজের ভর, নিজের ভরবেগ যাচাই করতে ও বের করতে পারেবে

 

এর মাধ্যমে নিজের গতির সাথে অন্যের গতির তুলনা করতে পারবে। কার বেগ বেশি কার বেগ কম তা নির্ণয় করতে পারনে। 

তারা বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান করতে পারে। 

ধন্যবাদ 

আরো দেখুন