Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

২০ মে, ২০২৪ ১১:৪০ অপরাহ্ণ

অবস্তুুগত সংস্কৃতি

অবস্তুুগত সংস্কৃতি

যেসব বিষয়ের বস্তুগুণ নেই, অথচ আমাদের চিন্তাশীল জীবনযাপনের অংশ, সেটিকে অবস্তুগত সংস্কৃতি বলে।

যেমন: দর্শন, ধর্ম, ভাষা, জ্ঞান-বিজ্ঞান, শিল্পকলার বিচিত্র আঙ্গিক, আদর্শ, মূল্যবোধ, রীতিনীতি, ধ্যান-ধারণা, সাহিত্য, নীতিবোধ, আইন, প্রথা, অভ্যাস ইত্যাদি।খুব গভীরভাবে লক্ষ্য করলে দেখা যায়, সংস্কৃতির বস্তুগত ও অবস্তুগত উপাদানগুলোর মধ্যে কিছু কিছু উপাদানের ধরন শহর এবং গ্রামের ক্ষেত্রে আলাদা আলাদা হয়ে থাকে। তাছাড়া, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষদের মধ্যেও এসব সাংস্কৃতিক উপাদানের বৈচিত্র্য লক্ষ্য করা যায়। তাই বিশ্ব সংস্কৃতিকে জানতে হলে আগে নিজের সংস্কৃতিকে জানতে হবে। একই দেশের জাতিগোষ্ঠী ভেদে সাংস্কৃতিক ও বৈচিত্র্য সম্পর্কে জানতে হবে। সকল জাতিগোষ্ঠির সংস্কৃতি ও বৈচিত্র্যকে সম্মান জানাতে হবে।

আরো দেখুন