Loading..

উদ্ভাবনের গল্প

২৩ মে, ২০২৪ ০২:২১ পূর্বাহ্ণ

উদ্ভাবনী আইডিয়াঃ আনন্দদায়ক শিখনে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ

উদ্ভাবনী আইডিয়াঃআনন্দদায়ক শিখনে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ  

পরিবর্তনশীল বিশ্বের সাথে তাল মিলিয়ে সামগ্রিক বৈশ্বিক আর্থ-সামাজিক প্রেক্ষাপটে ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পদার্পনে লক্ষ্য মাত্রা অর্জন এবং চতুর্থ শিল্প বিল্পবের চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশকে একটি নিরাপদ, উন্নত ও উদ্ভাবনী দেশের মর্যাদায় পৌঁছে দিতে সক্ষম একটি প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে আনন্দদায়ক শিখনে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ উদ্ভাবনী আইডিয়া অত্যন্ত যুগোপযোগী।

উদ্ভাবনের লক্ষ্য: সবার জন্য মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন

উদ্ভাবনের উদ্দেশ্যঃ

Ø     সাবলীল ভাবে বাংলা পড়তে পারবে

Ø     সাবলীল ভাবে ইংরেজি পড়তে পারবে

Ø     গাণিতিক সমস্যা সমাধান করতে পারবে

Ø      সকল শিশু সহজে ও স্বল্প সময়ে শিখতে পারবে।

Ø      খেলার ছলে শিখবে।

Ø      পাঠে মনোযোগ বৃদ্ধি   

Ø      সৃজনশীলতার বিকাশ ঘটে

বাস্তবায়নঃ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মানসম্মত প্রাথমিক শিক্ষা অর্জনের জন্য শিশুদের ড়ে তোলার সবচেয়ে উৎকৃষ্ট পন্থা হলো তাদের আনন্দের মাধ্যমে পাঠদান। আজকের শিশুরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশের প্রতিচ্ছবি। পরিবর্তনশীল বিশ্বের সাথে তাল মিলিয়ে  প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে আনন্দদায়ক শিখন একান্ত প্রয়োজন।  এ লক্ষ্যে প্রতিটি পাঠের সাথে সংগতি রেখে উদ্ভাবনী উপকরণ তৈরি করে আনন্দের মাধ্যমে পাঠদান করি। উদ্ভাবনী উপকরণ গুলো হচ্ছে-

# যুক্তবর্ণের মেশিন, #স্পেলিং মেশিন, # আলফাবেট ফিশ , # শব্দ তৈরির মেশিন, # এক্স-রে মেশিন, #কার-চিহ্নের চাকতি , #চাকতি ঘুরিয়ে শব্দ বানাই, #বর্ণ পড়ি গুটি চালি , # বর্ণের ফোল্ডিং গেম, # শুণ্যের ধারণা , #কার-চিহ্নের প্রজাপতি , # বর্ণ বাগান, #ফুলের মাঝে যোগ , # সংখ্যা বানাই, #সংখ্যা চেনা, #চার প্রক্রিয়ার লুডু, #ভাগ যন্ত্রে ভাগ শিখি, #মহাদেশকে জানি , # জ্যামিতিক আকৃতি, # মহাজাগতিক খেলা, #চাঁদের দশা , #টু ইন ওয়ান  , # গুণের রোল, #চার প্রক্রিয়ার যন্ত্র

, # বিয়োগ যন্ত্র , # যোগ যন্ত্র , # যোগের খেলা  , #গেজিং গেম , # Match the Number , # Word formation, # 7 colours , #Sentence making, #Learn with fun , #Seven days,  #খেলার ছলে শিক্ষা, #আলফাবেট হুয়িল, #শব্দ বলি গুটি চালি, #জাতীয় বিষয়াবলী  , #হেলিকাপ্টারে উড়ি বর্ণ পড়ি , #স্বাধীনতা  , #বর্ণ জ্ঞান , #প্রিয় বাংলাদেশ , #মেকিং ওয়ার্ড  ইতাদি।

শিক্ষক যদি তাঁর পাঠকে সহজ করে উপস্থাপন করতে চান,তাহলে  আকর্ষণীয় ও শিশুবান্ধব শিক্ষা উপকরণ ব্যবহার আব্যশক। সেগুলো পাঠদান কার্যক্রমে ব্যবহার করলে শিশুর শিখন অগ্রগতি দুর্দান্ত    হবে। প্রথাগত শিক্ষা উপকরণ থেকে বেরিয়ে ইনোভেটিভ উপকরণ ব্যবহার করতে পারলে শিক্ষার্থীদের  মনোযোগকে চুম্বকের মত আকর্ষণ করবে। শিক্ষার্থীর শিখন স্থায়ী হবে এবং সকল শিশু সহজে ও স্বল্প সময়ে শিখতে পারবে।

আরো দেখুন