Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

রিসেট

৩০ মে, ২০২৪ ০৫:২৩ পূর্বাহ্ণ

আকৃতি দিয়ে যায় চেনা

আমরা একটি (A4) কাগজ নিয়ে মাঝ বরাবর ভাঁজ করি। ভাঁজ করা কাগজটিকে আড়াআড়ি করে আবার ভাঁজ করি।

প্রতিটি ভাজ বরাবর আমরা একটি করে রেখা (line) আকি। রেখার মিলিত বিন্দুতে (point) চারটি কোণ (angle) তৈরি হয়েছে। চারটি কোণই পরিমাপ করে দেখো। তারা সবাই সবার সমান। আমরা সমানভাবে আড়াআড়ি ভাঁজ করে এই কোণগুলো তৈরি করেছি। তাই এদের প্রত্যেকটিকে আমরা এক সমকোণ (right angle) বলবো।

চিন্তা করে দেখো, ভাজগুলো যদি সমান না হয় তাহলে কী হবে? কোণগুলোও সমান হবে না। অর্থাৎ আমরা সমকোণ পাবো না। দুইটি রেখা ছেদ করে যদি সমকোণ তৈরি হয় তবে রেখা দুইটিকে পরস্পর লম্ব (perpendicular) বলা হয়।

মন্তব্য করুন

সম্পর্কিত পোস্ট