Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

রিসেট

০১ জুন, ২০২৪ ০১:০২ অপরাহ্ণ

জলীয় বাষ্প

জলীয় বাষ্প যে এক ধরনের গ্রিনহাউস গ্যাস তার প্রমাণতো হাতেনাতেই পেলে। জলীয় বাষ্প,  মিথেন,  কার্বন ডাই-অক্সাইড সহজে সব গ্রিনহাউজ ঘাসের কথা তোমরা জেনেছ সেগুলো বায়ুমণ্ডলের না থাকলে আমাদের কি দুর্গতি হতো একবার ভাবো তো! বায়ুমণ্ডল যদি তাপ ধরে রাখতে না পারতো প্রচন্ড শীতে ঠক ঠক করতে করতে মাড়াই পড়তাম আমরা! শুধু আমরা কেন , আমাদের আশেপাশের যে অসংখ্য জিভের কথা তোমরা জেনেছো তাদের সবারই তো একই হাল হতো! আর কার্বন ডাই অক্সাইড তো আমাদের সবচেয়ে উপকারী বন্ধু, গাছ যে খাবার তৈরি করে তার অন্যতম প্রধান উপাদানই হলো কার্বন ডাই অক্সাইড। 

মন্তব্য করুন

সম্পর্কিত পোস্ট