Loading..

উদ্ভাবনের গল্প

০১ জুন, ২০২৪ ০৫:০৯ অপরাহ্ণ

ভগ্নাংশের খেলা(ষষ্ঠ শ্রেণি)

অচিনপুরের বৃদ্ধা ও তার ছাগলের পাল । 


অচিনপুরের এক বৃদ্ধার ১৯ টি ছাগল ছিল। ১৯ টি ছাগল তিন মেয়ের মধ্যে বন্টন 

করার পদক্ষেপ নিল । বড় মেয়েকে মোট ছাগলের দুই ভাগের এক অংশ, মেজো মেয়েকে মোট ছাগলের চারভাগের এক অংশ এবং ছোট মেয়েকে মোট ছাগলের পাঁচ  ভাগের এক অংশ বন্টন করার জন্য সিদ্ধান্ত গৃহীত হলো। কিন্তু ১৯ টি ছাগলকে বন্টন করতে গিয়ে সমস্যায় পতিত হলো। ১৯ টি ছাগলকে না যায় দুই দ্বারা ভাগ করতে, না যায় চার ভাগ করতে, না যায় পাঁচ ভাগ করতে। ঐদিন বৃদ্ধার বাড়ির পাশ দিয়ে তার প্রতিবেশী একটি ছাগল নিয়ে যাচ্ছিল। প্রতিবেশী ছাগল বন্টনের সমস্যাটি শুনেছিল এবং তার ছাগলটি দিয়ে বলছিল তোমরা ছাগল বন্টন করে শেষে আমারটি দিয়ে দিও।প্রতিবেশীর ছাগলসহ মোট ২০টি ছাগলের দুই ভাগের এক অংশ হল দশটি, চারভাগের এক অংশ হল পাঁচটি, পাঁচ ভাগের এক অংশ হল চারটি । অর্থাৎ তিন মেয়েকে ১০+৫+৪=১৯ টি ছাগল বন্টন করে দেওয়ার পর অবশিষ্ট ছাগলটি প্রতিবেশী নিয়ে গেল। এভাবে ছাগল বন্টনের সমস্যার সমাধান হলো। 

আরো দেখুন