Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

০৫ জুন, ২০২৪ ০৭:৫২ পূর্বাহ্ণ

শূন্য (০) শূন্য, তুমি কি শুধু এক সংখ্যা? নাকি এক বিরাট শূন্যতা, অস্তিত্বের অনুপস্থিতি?

শূন্য ()

                                                                                     -মোহাম্মদ নজরুল ইসলাম ০৫ জুন ২০২৪

শূন্য, তুমি কি শুধু এক সংখ্যা?

নাকি এক বিরাট শূন্যতা, অস্তিত্বের অনুপস্থিতি?

তোমার মাঝে নেই কোনো গতি,

নেই কোনো শব্দ, তবু তুমি আছো,

সবকিছুর মাঝে লুকিয়ে থাকা এক রহস্য

তুমি আছো পৃথিবীর প্রতিটি কোণে, নক্ষত্রের মাঝে,

জীবনের প্রতিটি ধাপে। তুমি আছো শব্দের মাঝে নিস্তব্ধতা হয়ে,

তুমি আছো ভাবনার গভীরে, অনুভবের অন্তরে

তুমি শূন্য, তবু তুমি পূর্ণ,

তোমার মাঝে লুকিয়ে থাকে সম্ভাবনার আলো। তুমি শূন্য,

তবু তুমি সবকিছু, তোমার অনুপস্থিতিতে সৃষ্টি হয় সবকিছু

তুমি আছো প্রেমের মাঝে, বিরহের মাঝে,

তুমি আছো সুখের মাঝে, দুঃখের মাঝে। তুমি আছো জীবনের প্রতিটি প্রহরে,

তুমি আছো মৃত্যুর নিস্তব্ধ রাতে

শূন্য, তুমি কি শুধু এক সংখ্যা?

নাকি তুমি জীবনের এক চিরন্তন সত্য?

তোমার মাঝে আমি খুঁজি জীবনের মানে,

তোমার নিস্তব্ধতায় আমি খুঁজি আমার অস্তিত্ব

শূন্য, তুমি যে গভীর, অশেষ,

তোমার মাঝে লুকিয়ে থাকে সকলের পথ। তুমি শূন্য,

তবু তুমি অনন্ত, তোমার মাঝে আমি খুঁজি চিরন্তন শান্তি

আরো দেখুন