Loading..

উদ্ভাবনের গল্প

০৮ জুন, ২০২৪ ০২:২১ অপরাহ্ণ

“স্বচ্ছতা ও জবাবদিহিতা কর্নার”

*    ইনোভেশনের সংক্ষিপ্ত বিবরণঃ মানসম্মত প্রাথমিক শিক্ষা ও উন্নত শিখন পরিবেশ নিশ্চিতকরণের স্বার্থে বিদ্যালয়ে সকল সরকারি/বেসরকারি বরাদ্দকৃত অর্থের বা বিদ্যালয়ের অর্থনৈতিক খাতের যথাযথ ব্যবহার নিশ্চিতকরণের জন্য বিদ্যালয়ে একটি পৃথক কর্নার থাকবে। যা “স্বচ্ছতা ও জবাবদিহিতা কর্নার” বা “ট্রান্সপারেন্সি কর্নার” নামে পরিচিত। এই কর্নার বিদ্যালয়ের আর্থিক সকল খাতের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে। এক কথায় বিদ্যালয়ের সকল আর্থিক খাতের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই এই আইডিয়ার মূল উদ্দেশ্য।

 

             প্রতি অর্থবছরেই সরকার দেশের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন খাতে আর্থিক বরাদ্দ দিয়ে থাকে। শিশুবান্ধব পরিবেশ তৈরি ও শিখন শেখানো সামগ্রী ক্রয়সহ স্কুলের উন্নয়নে চাহিদা ও অগ্রাধিকার ভিত্তিক বিভিন্ন খাতেও বরাদ্দ দেয়া হয় যেমন- স্লিপ, প্রাক-প্রাথমিক, রুটিন মেইনটেন্যান্স, মাইনর মেরামত, ক্ষুদ্র মেরামত,ওয়াশব্লক মেরামত ইত্যাদি ইত্যাদি। এসব বরাদ্দের যথাযথ ব্যবহার নিশ্চিতকরণে বিদ্যালয়ে একটি “স্বচ্ছতা ও জবাবদিহিতা কর্নার থাকবে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এই কর্নারের মাধ্যমেই সকল সরকারি/বেসরকারি বরাদ্দকৃত অর্থের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবেন।

 

*    বাস্তবায়ন পদ্ধতিঃ বিদ্যালয়ে সকল অর্থনৈতিক খাতের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের জন্য বিদ্যালয়ের ভেতর দৃশ্যমান যে কোন নিরাপদ স্থানে তৈরি করা হবে স্বচ্ছতা ও জবাবদিহিতা কর্নার বা ‘Transparency Corner’।এই কর্নার তৈরিতে প্রয়োজন একটি পুশপিন(৪*৩/৪*২.5ফুট) বোর্ড ও একটি সেলফ/ফাইল কেবিনেটচলমান অর্থবছরের বরাদ্দপ্রাপ্ত বাস্তবায়নকৃত প্রতিটি কাজের (যেমন SLIP ও প্রাক-প্রথমিক বরাদ্দ) মূল্যসহ ছবি ও আয়-ব্যয় বিবরণীর কপি পুশপিন বোর্ডে লাগানো থাকবে সেলফ/ফাইল কেবিনেটে থাকবে আর্থিক খাতের সকল রেজিস্টার (যেমন- ক্যাশবুক,স্টক রেজিস্টার,পরীক্ষার ফি রেজিস্টার,কাব ফি রেজিস্টার,তহবিল রেজিস্টার ইত্যাদি) ও ভাউচারসহ কাজের হিসাব বিবরণী ফাইলসরকারি ল্যাপটপে একটি  ‘Transparency Corner’ ফোল্ডার থাকবে।সেই ফোল্ডারে থাকবে ধারাবাহিকভাবে প্রতি অর্থবছরের সচিত্র কাজের বিবরণমানসম্মত প্রাথমিক শিক্ষার স্বার্থে এভাবে একটি ট্রান্সপারেন্সি কর্নার তৈরি করে বিদ্যালয়ের সকল অর্থনৈতিক খাতের যথাযথ ব্যবহারের মাধ্যমে প্রধান শিক্ষক বিদ্যালয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবেন।

 

            আর্থিক খাতের সকল যাবতীয় তথ্য এই কর্নারে থাকবে। চলমান অর্থবছরের সকল কাজের ছবিসহ হিসাব বিবরণী এই পুশপিন বোর্ডে  থাকবে। DPEO/UEO/AUEO এর উপস্থিতিতে SMC,PTA, মা সমাবেশ ও অভিভাবক সমাবেশ আহবান করে প্রধান শিক্ষক এই কর্নারের গুরুত্ব তুলে ধরবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের জন্য এটি বাস্তবায়নে প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষের মনিটরিং ব্যবস্থা জোরদার করে স্কুলকে শুদ্ধাচার পুরস্কারে ভূষিত করে উৎসাহিত করবেন। কর্নারে একটি মতামত/মন্তব্য রেজিস্টার থাকবে। উর্ধ্বতন কর্তৃপক্ষসহ স্টেক হোল্ডারদের মন্তব্য/মতামতগুলো স্কুলের মান উন্নয়নে সহায়ক ভুমিকা পালন করবে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসব মতামত থেকে ফিডব্যাক গ্রহণ করে স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিতকরণের লক্ষ্যে কাজ করে যাবেন।

*    ইনোভেশনের সুফলঃ

Ø  বিদ্যালয়ে সরকারি/বেসরকারি সকল বরাদ্দের সঠিক ও যথাযথ ব্যবহার।

Ø   বিদ্যালয়ে সকল আর্থিক খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ।

Ø  বিদ্যালয়ে শিশুবান্ধব পরিবেশ তৈরি।

Ø  দৃষ্টিনন্দন ও আকর্ষনীয় শিখন-শেখানো পরিবেশ।

Ø  স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে বিদ্যালয়ের সকল কার্যক্রম বাস্তবায়ন।

Ø  বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে প্রত্যাশিত ফলাফল।

Ø  উন্মুক্ত মনিটরিং ব্যবস্থা ও

Ø  সর্বোপরি মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ।

 

*    মন্তব্যঃ 2019 সাল থেকে ইনোভেশনটি সিলেট সদর উপজেলার আম্বরখানা কলোনী সরকারি বিদ্যালয়ে  চলমান আছে। ইনভেশনটি ২০১৯ সালেই জাতীয় পর্যায়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক পাইলটিং এর জন্য নির্বাচিত হয় এবং পুরস্কৃত হয়। পরিশেষে বলবো, মানসম্মত প্রাথমিক শিক্ষা ও উন্নত শিখন পরিবেশ নিশ্চিতকরণের স্বার্থে প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে সকল অর্থনৈতিক খাতের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই এই আইডিয়ার মূল উদ্দেশ্য।

আরো দেখুন