Loading..

উদ্ভাবনের গল্প

১১ জুন, ২০২৪ ১০:১২ অপরাহ্ণ

স্ক্র্যাচ সফটওয়্যারটি কিভাবে ইনস্টল ও ডাউনলোড এবং একটি ছবি দিয়ে কার্টুন তৈরি

স্ক্র্যাচ সফটওয়্যারটি কিভাবে ইনস্টল ও ডাউনলোড এবং একটি ছবি দিয়ে কার্টুন তৈরি......
স্ক্র্যাচ (ইংরাজীতে-Scratch) একটি নতুন প্রোগ্রামিং ল্যাংগুয়েজ বা প্রোগ্রাম সৃষ্টি করার জন্য ব্যবহৃত ভাষা যার সাহায্যে ছবি, খেলা, এনিমেশন ইত্যাদি সৃষ্টি করা যায়।
ক্র্যাচ M.I.T. ল্যাবে 'লাইফ লং কিণ্ডারগার্টেন' গ্রুপ দ্বারা ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন, মাইক্রসফট, ইনটেল ফাউন্ডেশন, M.I.T. মিডিয়া ল্যাবে কন্সর্টিয়ার সহায়তায় নির্মিত।
স্ক্র্যাচের প্রজেক্ট সমূহ 'স্প্রাইট' নামের বস্তুগুলির থেকে গঠিত।[৩] স্প্রাইট দেখতে কেমন হবে তা সেই স্প্রাইটের কস্টিউম ঠিক করতে পারে।[৪] স্প্রাইটের কস্টিউম যেকোনো ছবি হতে পারে। সেই ছবি 'পেইন্ট এডিটর'এ আঁকা যায়, কম্পিউটারের কোনো স্থান থেকে 'ইম্পোর্ট করা যায়, আর কোনো ওয়েবসাইটের থেকেও আনা যায়।[৫] স্প্রাইটগুলিকে নির্দেশ দেওয়ার জন্য স্ট্যাক নামের গ্রাফিক ব্লক ব্যবহার করা হয়। স্ক্র্যাচ ব্লকগুলোকে ওপরের থেকে নিচে পড়ে।
ষ্টেজ হল সেই স্থান যেখানে ছবি, খেলা, এনিমেশন ইত্যাদি জীবিত হয়ে যায়, বা স্প্রাইট সমূহ নড়াচড়া করে।

আরো দেখুন