Loading..

উদ্ভাবনের গল্প

১৪ জুন, ২০২৪ ১০:২৭ পূর্বাহ্ণ

Explore your creativity

আমার এই ইনোভেশনটির মূল উদ্দেশ্যে হচ্ছে শিক্ষার্থীদেরকে বিজ্ঞান মনস্ক শিক্ষার্থী হিসেবে গড়ে তোলা। তাছাড়া পরিবর্তনশীল এ পৃথিবীতে প্রতিযোগিতার বিশ্বে শিক্ষার্থীরা যাতে নিজেদেরকে অভিযোজনের মাধ্যমে টিকিয়ে রাখতে পারে তার যোগ্যতা অর্জনে পথনির্দেশনা প্রদান করা। আমার এ প্রতিষ্ঠানটি প্রত্যন্ত অঞ্চলে হওয়ায় ইতোপূর্বে এ ধরনের কোনো কর্মসূচি আমার শিক্ষাপ্রতিষ্ঠানে আয়োজন করা হয়নি। তাই শিক্ষার্থীরা তাদের মেধা ও যোগ্যতা প্রমাণের কোনো সুযোগ পায়নি। আমি আমার এ ইনোভেটিভ আইডিয়ার মাধ্যমে শিক্ষার্থীদের সাথে আলাদা আলাদা ভাবে কথা বলেছি,৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের বিজ্ঞান বই অনুসরণ করে নতুন কারিকুলাম বাস্তবায়নের লক্ষ্যে তাদের বিজ্ঞান বইয়ে থাকা বিভিন্ন বিজ্ঞান প্রজেক্ট সম্পর্কে তাদেরকে বিস্তারিত ধারণা প্রদান করেছি এবং এসব প্রজেক্টের পাশাপাশি নতুন বিজ্ঞান প্রজেক্ট তৈরি করতেও শিক্ষার্থীদের উৎসাহিত করেছি।শিক্ষার্থীদের আগ্রহ বৃদ্ধির লক্ষ্যে আমার শিক্ষা প্রতিষ্ঠানে নিজ অর্থায়নে বিজ্ঞান মেলার আয়োজন করেছি এবং পূর্বের ঘোষণা অনুযায়ী ১৭টি প্রজেক্ট থেকে শিক্ষকদের মাধ্যমে সেরা প্রজেক্ট নির্বাচন করে বিজয়ী শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান করেছি। আমার এ আয়োজন দেখে আমার শিক্ষা প্রতিষ্ঠান প্রধান,শিক্ষক মন্ডলী,অভিভাবক এবং সকল শিক্ষার্থীরা ভূয়সী প্রশংসা করেছে। এ ইনোভেশনটির মাধ্যমে আমি আমার শিক্ষার্থীদের মাঝে থাকা সৃজনশীলতাকে বের করে আনতে পেরে অত্যন্ত গর্বিত বোধ করছি। আশাকরি বাতায়ন কর্তৃপক্ষের নিকট আমার এ ইনোভেশনটি বেশ ভালো লাগবে।সকলে ভুল ত্রুটিগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। 

আরো দেখুন