Loading..

উদ্ভাবনের গল্প

১৬ জুন, ২০২৪ ০৮:৫৯ অপরাহ্ণ

ইন-হাউজ প্রশিক্ষণ প্রদান (অন্য প্রতিষ্ঠান)

সানলাইট একাডেমীর (ষষ্ঠ-অষ্টম) স্বউদ্যোগে নতুন কারিকুলাম বিস্তরণ ও বাস্তবায়ন উপলক্ষে ইন-হাউজ প্রশিক্ষণের আয়োজন করা হয় । উক্ত প্রশিক্ষণে সকল শিক্ষক উপস্থিত ছিলেন। প্রশিক্ষক হিসেবে হাজী আব্দুল আহাদ উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে আমন্ত্রিত  যারা ছিলেন তন্মধ্যে আমি মোহাম্মদ করিম হোসেন (গণিত), মোহাম্মদ বাছিত মিয়া(ইতিহাস ও সামাজিক বিজ্ঞান), রুমেল মিয়া(ইংরেজি) এবং সালেহ আহমেদ (স্বাস্থ্য সুরক্ষা) । আসলে ইন-হাউজ প্রশিক্ষণে, ভুলে যাওয়া অনেক তথ্য ও তত্বকে ঝালাই করা। উন্মুক্ত প্রশ্নোত্তরের মাধ্যমে নতুন কারিকুলাম এর শিখনকালীন ও সামষ্টিক মূল্যায়ন সংক্রান্ত পারদর্শিতার নির্দেশক(পি আই), আচরণিক নির্দেশক (বি আই) এবং শিক্ষক সহায়িকা (টিজি) ব্যাবহারের গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয় । এছাড়া উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি এ কিউ এম মামুনুর রশিদ ও সম্মানিত সদস্য মোস্তাক আহমদ । 

আরো দেখুন