Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

২১ জুন, ২০২৪ ০৭:১০ অপরাহ্ণ

রক্ত কাঞ্চন

রক্ত কাঞ্চন ফুল (Bauhinia variegata) একটি সুন্দর ও আকর্ষণীয় ফুল যা বিশেষ করে বসন্তকালে ফোটে। এই ফুলের রঙ সাধারণত গাঢ় গোলাপী থেকে লাল হয়ে থাকে, যা দেখার জন্য দৃষ্টিনন্দন হয়। রক্ত কাঞ্চন গাছের পাতা দুটো অংশে বিভক্ত, যা দেখতে অনেকটা গরুর খুরের মতো। এই গাছ মূলত দক্ষিণ এশিয়ার বিভিন্ন অঞ্চলে পাওয়া যায়, তবে এর চাষাবাদ অন্যান্য উষ্ণ ও গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলেও করা হয়।


রক্ত কাঞ্চন ফুলের ঔষধি গুণাবলীও রয়েছে, যা প্রাচীন কালে আয়ুর্বেদিক ওষুধে ব্যবহৃত হতো। ফুলটি এর সৌন্দর্য ও ঔষধি গুণাবলীর জন্য বাগান ও পার্কে জনপ্রিয়ভাবে রোপণ করা হয়।

আরো দেখুন