Loading..

ভিডিও ক্লাস

২১ জুন, ২০২৪ ০৯:৩৭ অপরাহ্ণ

নানা রঙের ফুলফল,পাঠ -১ ।

নানা রঙের ফুলফল

আমাদের দেশ ফুলের দেশ ,ফলের দেশ।নানা রঙের ও নানা রকমের ফুলফল দেখা যায় সারা বছর জুড়ে।গোলাপ ফোটে সারা বছর।লাল,সাদা,গোলাপি বিভিন্ন রঙের।গোলাপের সুগন্ধ আছে।

লাল রং নিয়ে ফোটে কৃষ্ণচূড়া,শিমুল,পলাশ।এগুলো দেখতে খুবই সুন্দর কিন্তু সুবাস নেই।

বেলি,রজনীগন্ধা,কামিনি,গন্ধরাজ,হাসনাহেনা,দোলনচাঁপা,ও শিউলিও ফোটে অনেক।এ গুলোর মিষ্টি গন্ধ মন ভরিয়ে দেয়।সব ফুলের রং সাদা।টগর ও কাশফুলও সাদা।

সূর্যমুখী ও গাঁদা ফুলের রং হলুদ।জবা ও কলাবতী নানা রঙের হয়।কদম ফুল দেখতে সুন্দর।

আরো দেখুন