Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

২২ জুন, ২০২৪ ১০:০৭ পূর্বাহ্ণ

আকাশমনি ফুল

আকাশমনি ফুল (Acacia auriculiformis) একটি দ্রুত বর্ধনশীল বৃক্ষ যা সাধারণত দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার অঞ্চলে পাওয়া যায়। এই গাছটি প্রায়ই সড়ক ও বাগান শোভা বাড়াতে ব্যবহার করা হয়। আকাশমনি ফুলের প্রধান বৈশিষ্ট্য হলো তার সোনালী রঙের ফুল এবং সবুজ পাতার সমন্বয়, যা দেখতে খুব সুন্দর লাগে। এটি সাধারণত শীতকাল এবং বসন্তকালে ফুল ফোটে।

আরো দেখুন