Loading..

নেতৃত্বের গল্প

২৪ জুন, ২০২৪ ১২:৪৮ অপরাহ্ণ

মিড ডে মিল

মিড ডে মিল


     ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়,

     পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি।

কবি ঠিকই বলেছেন ।বাস্তবেও ঠিক তাই- ক্ষুধা ,অপুষ্টিতে যেসব শিশু ভোগে,তারা পড়া লেখায় মনোযোগ দিতে পরে না।গ্রামে অধিকাংশ  পরিবার দারিদ্রসীমার নীচে বসবাস করে।নতুন প্রজন্মকে বিদ্যালয়মুখী করা,তাদের পুষ্টির চাহিদা পূরণ ,লেখাপড়ায় আগ্রহী করার লক্ষ্যে 'মিড ডে মিল ' একটি সময়োপযোগী পদক্ষেপ।আটাশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিড ডে মিল  কর্মসূচি বাস্তবয়ন করা হয়।এখন প্রত্যেক শিক্ষার্থী নিজেরাই  বাড়ি থেকে প্রতিদিন খাবার  নিয়ে আসে।এতে পুষ্টির চাহিদা পূরণ হয় ,শিক্ষার্থীরা পড়াশোনায় মনোযোগী হয়।

আরো দেখুন