Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

২৪ জুন, ২০২৪ ০৫:৫১ অপরাহ্ণ

ময়ুর ফুল

ময়ুর ফুল নামে পরিচিত একটি গাছের ফুল মূলত একটি গুল্ম জাতীয় উদ্ভিদ থেকে জন্মায়। ময়ুর ফুলের বৈজ্ঞানিক নাম **Caesalpinia pulcherrima**। এটি লাল, কমলা, হলুদ ইত্যাদি রঙের হয়ে থাকে এবং দেখতে অত্যন্ত আকর্ষণীয়। এই ফুলকে সাধারণত বাগান ও পার্কে সৌন্দর্য বর্ধনের জন্য ব্যবহার করা হয়। ময়ুর ফুল গাছের উচ্চতা সাধারণত ৩-৫ মিটার পর্যন্ত হতে পারে এবং এটি গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে ভালোভাবে জন্মে।

আরো দেখুন