Loading..

প্রেজেন্টেশন

২৯ জুন, ২০২৪ ০১:৪৪ পূর্বাহ্ণ

সংখ্যা পদ্ধতি (Number System)

বিশেষ কিছু চিহ্ন বা অঙ্ক বিন্যস্ত করে যে পদ্ধতিতে গণনা করা হয় তাকে সংখ্যা পদ্ধতি বলে। সহজভাবে বলা যায় সংখ্যা গণনা করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে।

অংকঃ সংখ্যা তৈরির ক্ষুদ্রতম প্রতীকই হচ্ছে অংক। সকল অংক সংখ্যা কিন্তু সকল সংখ্যা অংক নয়। যেমন ২৪৩ তিন অংক বিশিষ্ট একটি সংখ্যা ,যা ২, ৪ এবং ৩ পৃথক তিনটি অংক নিয়ে গঠিত। যারা প্রত্যেকেই পৃথকভাবে একেকটি সংখ্যা।

  

সংখ্যা পদ্ধতির প্রকারভেদ Classification of Number System

সংখ্যা পদ্ধতিকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়।

অস্থানিক সংখ্যা পদ্ধতি

(Non Positional Number System)

স্থানিক সংখ্যা পদ্ধতি

(Positional Number System


সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি

পজিশনাল সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে কোনো একটি সংখ্যার মান তিনটি বিষয়ের ওপর নির্ভর করে যথা:



১. ব্যবহূত অঙ্কের নিজস্ব মান

২. সংখ্যার ভিত্তি বা বেস

৩. অঙ্কের স্থানীয় মান

পজিশনাল বা স্থানিক সংখ্যা পদ্ধতি ৪ প্রকার

১। ডেসিম্যাল (Decimal) বা দশমিক সংখ্যা পদ্ধতি

২। বাইনারি (Binary) সংখ্যা পদ্ধতি

৩। অক্টাল (Octal) সংখ্যা পদ্ধতি

৪। হেক্সাডেসিম্যাল (Hexadecimal) সংখ্যা পদ্ধতি

আরো দেখুন