Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

২৯ জুন, ২০২৪ ০৪:১০ অপরাহ্ণ

ষান্মাসিক শিখনকালীন মূল্যায়ন বিষয়গুলো লক্ষ্য রাখুন

-

১। ২ জুলাইয়ের মধ্যেই মূলায়ন ডাটা ইনপুট করুন।

২। লক্ষ রাখুন অনুপস্থিত শিক্ষার্থী যেন মূল্যায়নে অংশ না নিলে মূল্যায়ন স্কেল না পায় । মনে রাখবেন, শিখন কালীন মূল্যায়নে অংশ না নিলেও যদি সামষ্টিক মূল্যায়ন দেয় সে ক্ষেত্রে দক্ষতা অনুসারে স্কেল পাওয়ার সুযোগ রয়েছে।

৩। গভীর ভাবে লক্ষ্য রাখুন কোন শিক্ষার্থী যেন অতিমূল্যায়িত বা অবমূল্যায়িত না হয়।

৪। এক সেকশনের মূল্যায়ন একবারে শেষ না হলে খসড়ায় সংরক্ষণ করুন।

৫। প্রত্যেক শিক্ষার্থী মূল্যায়ন হয়ে গেলে চূড়ান্ত সাবমিট করুন।

৬।অ্যাপ কাজ না করলে নিচের মতো অনুসরণ করুন-

    1️⃣ app এর উপর আঙুল প্রেস করুন।

    2️⃣App info তে click করুন।

    3️⃣ Clear Storage এবং Clear Cache এ ক্লিক করুন।

    4️⃣ এবার পুনরায় id এবং Password দিয়ে Log in করুন। সুন্দর ভাবে  কাজ করুন।

[app>press>app info>storage>clear all data]

৭। নৈপুণ্যের সর্বশেষ ভার্সন 1.4.5 google play store থেকে ডাউনলোড করুন। তার আগে বর্তমান ভার্সন ডিলিট করুন।

৮। শিখনকালীন মূল্যায়ন ডাটা সংরক্ষণ করুন।

৯। সামষ্টিক মূল্যায়ণের পূর্বেই সকল উপকরণ সংগ্রহের পরিকল্পনা ও বাস্তবায়ন করুন।

১০। ২ জুলাই মূল্যায়নের চূড়ান্ত থিম(প্রশ্ন) ও নির্দেশনা বিদ্যালয়ের এডমিন প্যানেলে শো করবে। সেই দিনই ডাউনলোড ও  প্রিন্ট করে কক্ষ অনুসারে প্রশ্ন বন্টন করে রাখুন। কারণ পরের দিন নেট বা প্রিন্টারে সমস্যা হলে বিপদে পরার আশংকা আছে।

মূল্যায়ন উৎসব সফল হউক।

আরো দেখুন