Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

৩০ জুন, ২০২৪ ১২:১১ অপরাহ্ণ

জীব ও জড় শ্রেণিকরণ

আমাদের চারপাশে রয়েছে মানুষ, অনেক রকমের প্রাণী, গাছপালা, মাঠ, পুকুর, ঘরবাড়ি। ঘরে আছে খাট, টেবিল, আলমারি, বইখাতা, টিভি। এসব কিছুর মধ্যে কেউ জড় পদার্থ, কেউ জীব। জড় পদার্থ সাধারণত সহজে নষ্ট হয় না। এদের আকার আকৃতি অনেক-দিন পর্যন্ত একই রকম থাকে। এরা খাবার খায় না পানি পান করে না। তাই এরা বাড়ে না। এরা নিজেরা চলাফেরাও করতে পারে না। নিজেদের মতো আরেকটি জিনিসের জন্মও দিতে পারে না, অর্থাৎ এদের জীবন নেই। আর গত পাঠে আমরা জেনেছি যে, এদেরকে জড় বলে। গাছপালা, পশুপাখি, মানুষ- এরা নিজেদের মতো আরেকজন থেকে জন্ম নেয়। খাবার খায় ও পানি পান করে বেড়ে ওঠে। নির্দিষ্ট সময় পরে মারা যায়। এরা এক জায়গা থেকে আরেক জায়গায় নিজে নিজে চলাচল করতে পারে। অর্থাৎ এদের জীবন আছে। এরা হল জীব।

আরো দেখুন